Akshaya Tritiya 2023: অক্ষয় তৃতীয়ায় একগুচ্ছ শুভ যোগ, মিলবে মহালক্ষ্মীর আশীর্বাদ! জানুন সঠিক সময়

।। প্রথম কলকাতা ।।

Akshaya Tritiya 2023: হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার (Akshaya Tritiya) বিশেষ গুরুত্ব রয়েছে বলা হয়। কোন ব্যক্তির ভাগ্য ফিরতে পারে এই শুভ দিনে। মিলতে পারে মহালক্ষীর আশীর্বাদ। কথিত আছে, কোন ব্যক্তি নিয়ম নিষ্ঠা ভরে দেবী লক্ষ্মীর আরাধনা করলে তার সংসার সুখ সম্পদে সমৃদ্ধ হয়ে ওঠে। ২০২৩ এ অক্ষয় তৃতীয়া পড়েছে এপ্রিলের ২২ তারিখে। এখনো পর্যন্ত বহু হিন্দু পরিবার শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার জন্য অপেক্ষা করেন। এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গৃহপ্রবেশ, বিয়ে থেকে শুরু করে নতুন কাজ বা ব্যবসা শুরু করা হয় অক্ষয় তৃতীয়া থেকে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিন শুভ কাজ আরম্ভ করলে সুফল মেলে।

দীপাবলির মতো অক্ষয় তৃতীয়াতেও দেবী লক্ষ্মীর পুজো করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২৩ এর অক্ষয় তৃতীয়া অত্যন্ত বিশেষ। কারণ এই দিনে ৬টি শুভ যোগ তৈরি হচ্ছে। বিশ্বাস অনুযায়ী, এই শুভ যোগে কিছু কাজ করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। পঞ্জিকা অনুসারে, এ বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি ২২শে এপ্রিল সকাল ০৭টা ৪৯ মিনিটে শুরু হচ্ছে। তিথি থাকবে ২৩শে এপ্রিল সকাল ০৭টা ৪৭ মিনিট পর্যন্ত।

অক্ষয় তৃতীয়ায় রয়েছে ৬টি শুভ যোগ

ত্রিপুষ্কর যোগ: সকাল ৫টা ৪৯ মিনিট থেকে ৭টা ৪৯ মিনিট পর্যন্ত।
আয়ুষ্মান যোগ: এই দিন সকাল ৯ টা ২৬ মিনিটে।
সৌভাগ্য যোগ: সকাল ৯টা ৩৬ মিনিট থেকে পুরো রাত পর্যন্ত।
রবি যোগ: ১১টা ২৪ মিনিট থেকে ২৩শে এপ্রিল সকাল ৫টা ৪৮ মিনিট পর্যন্ত।
সর্বার্থ সিদ্ধি যোগ: রাত ১১টা ২৪ মিনিটে থেকে ভোর ৫টা ৪৮মিনিট পর্যন্ত।
অমৃত সিদ্ধি যোগ: রাত ১১টা ২৪ থেকে পরের দিন সকাল ৫টা ৪৮ মিনিট পর্যন্ত।

অক্ষয় তৃতীয়ার দিন, দেবী লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণুর পুজো করবেন। দেবী লক্ষ্মীর সাথে বিষ্ণুর আরাধনা করলে অক্ষয় পুণ্য লাভ হয়। অক্ষয় তৃতীয়ার দিনটি শুভ কাজের জন্য অত্যন্ত বিশেষ বলে বিবেচিত হয়। কথিত আছে, এই দিনে শুভ সময় না দেখে নিজের সুবিধামত যে কোন সময় বিয়ে করা যায়। অক্ষয় তৃতীয়ায় সোনা বা অন্যান্য গহনা কেনা শুভ। শোনা যায়, সোনা ইত্যাদি কিনলে বহুগুণ বেড়ে যায়। এছাড়াও যদি একটি নতুন গাড়ি কেনার কথা ভাবেন, তবে এটি আপনার জন্য শুভ বলে প্রমাণিত হতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version