Four Legs Baby in Bangladesh: বাংলাদেশে জন্ম নিল ৪ পায়ের শিশু! এমনটা কেন হয়?

।। প্রথম কলকাতা ।।

Four Legs Baby in Bangladesh: বাংলাদেশে (Bangladesh) জন্ম নিল একটি চার পায়ের শিশু (Four Legs Baby)। এই সংবাদে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শিশুটির সামান্য হালকা শ্বাসকষ্ট রয়েছে। যার কারণে বেশ চিন্তিত বাবা-মা।

বাংলাদেশের চট্টগ্রামের (Chattogram) মিরসরাইয়ে ১৭ই জানুয়ারি মঙ্গলবার ভোর রাতের দিকে নাছরিন আক্তার নামক এক গৃহবধূ ওই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার বাগানবাজার ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহিদুল ইসলামের স্ত্রী নাছরিন আক্তার। তাদের বিয়ে হয়েছিল ২০২০ সালের মার্চে। বিবাহের সময় নাছরিনের বয়স ছিল ১৮ বছর। নয় মাসের মাথায় নাছরিন একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন, কিন্তু শিশুটি প্রসবের সময় মারা যায়। তারপর মাঝে কেটে গিয়েছে দুই বছর। এবার তিনি জন্ম দিয়েছেন চার পা বিশিষ্ট একটি শিশু কন্যা। শিশুটির শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। যার কারণে বেশ দুশ্চিন্তায় রয়েছে বাবা-মা সহ পরিবার।

শিশুটির চারটি পায়ের মধ্যে দুটি পা স্বাভাবিক এবং দুটি পা অস্বাভাবিক। মেরুদন্ডেও অসুবিধা রয়েছে। শিশুটির ওজন ২ কেজি ৮০০ গ্রাম। শিশুটির মা সম্পূর্ণ সুস্থ রয়েছেন। জন্মের পর শিশুটির হালকা শ্বাসকষ্ট থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামের রেফার করা হয়।

এই ধরনের ঘটনা প্রথম নয়, এর আগেও দিনাজপুরে চার হাত চার পায়ের শিশু জন্ম নিয়েছিল। তখন চিকিৎসকরা জানিয়েছিলেন, অটিজম এবং জিনগত কারণে এমন জন্মগত ত্রুটি হয়। তবে সার্জারির মাধ্যমে মূল হাত-পা সনাক্ত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়। সেক্ষেত্রে শিশুর শারীরিক অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখন উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে চিকিৎসকরা রংপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। দিনাজপুরের সেই শিশুটি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক ছিল, তাই তার বাবা-মা তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। সাধারণত গর্ভবতী অবস্থায় চিকিৎসকদের পরামর্শ ছাড়াই কেউ যদি অতিরিক্ত হাই অ্যান্টিবায়োটিক ওষুধ বা পিল সেবন করেন তাহলেও এই ধরনের জন্মগত ত্রুটি হতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version