Stock Market: ৫ পয়েন্ট যা ভারতের শেয়ার বাজারের গতিপথকে প্রভাবিত করতে পারে

Stock Market News : অপরিশোধিত তেলের দাম, আরবিআইয়ের নতুন পলিসি সহ একাধিক বিষয় আগামীদিনে শেয়ারবাজারের গতিপথকে প্রভাবিত করতে পারে।

।। প্রথম কলকাতা ।।

 

বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম, বিদেশি বিনিয়োগ ও আরবিআইয়ের নতুন পলিসির উপর অনেকটা নির্ভরশীল বছরের শেষ শেয়ার বাজারের ট্রেন্ড। যদিও বিগত কয়েক সপ্তাহে একাধিক সেক্টরে ভালো বৃদ্ধি দেখা গিয়েছে। যার ফলস্বরূপ ডিসেম্বর ১ তারিখে সেনসেক্স বন্ধ হয় রেকর্ড হাই ৬৩,৫৮৩.০৭ পয়েন্টে। নিফটি ৫০ বন্ধ হয় ১৮,৮৭১ পয়েন্টে। যদিও তার পর থেকে কিছুটা পতন লক্ষ্য করা যায়। এর অন্যতম কারণ বিনিয়োগকারীরা তাদের প্রফিট বুকিং করতে শুরু করে। আগামী দিনে কেমন হতে পারে বাজারের ওঠানামা? সম্পূর্ণ বিষয়টি নির্ভর করবে নিম্নলিখিত কয়েকটি বিষয়ের উপর।

১. আরবিআই এর পলিসি

কেন্দ্রীয় ব্যাঙ্ক ডিসেম্বরে কি পলিসি রাখে তার উপর নির্ভর করবে গোটা চিত্র। বর্তমান ট্রেন্ডকে মাথায় রেখে ৩৫ বেসিস পয়েন্ট বৃদ্ধির প্রত্যাশা থাকলেও, টানা চতুর্থবারের মতো আরও ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। মে মাস থেকে আরবিআই রেপো রেট ১৯০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে এই পদক্ষেপ নিয়েছে আরবিআই। কিন্তু অক্টোবরে মূল্যস্ফীতি ৭% নিচে নেমে এসেছে, যার ফলে কিছুটা আশার আলো জাগছে শেয়ার বাজারে।

২. অপরিশোধিত তেলের দাম

২৩ টি তেল উৎপাদনকারীদেশগুলির সম্মিলিত সংস্থা ওপেক (OPEC) তাদের বিদ্যমান নীতি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়ার পরে তেলের দামে গভীরভাবে পর্যবেক্ষণ করছে ব্যবসায়িক মহল। জানা গিয়েছে, নভেম্বর থেকে ২০২৩ সালের শেষ পর্যন্ত প্রতিদিন ২ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন বা বিশ্বের চাহিদার প্রায় ২% কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে এই সংস্থা। ওপেকের এই সিদ্ধান্ত আসে ৭ টি জি৭দেশ এবং অস্ট্রেলিয়া রাশিয়ান তেলের উপর ৬০ ডলার মূল্যসীমা আরোপ করার সিদ্ধান্তের পর।

৩. বিদেশি বিনিয়োগ

বিদেশি বিনিয়োগ বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টররা ডিসেম্বর মাসের প্রথম দুই দিনে ভারতীয় ইক্যুইটিতে ৭,৪৩৭ কোটি টাকার বিনিয়োগ করে। কেনার নোট শুরু করে। নভেম্বরে, ইক্যুইটিতে ৩৬,২৩৯ কোটি টাকার লেনদেন করেছিলো বিদেশি বিনিয়োগকারীরা। যা ২০২২ সালের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে অগাস্ট মাসে ৫১,২০৪ কোটি টাকা বিনিয়োগ আসে এফপিআই থেকে। বাজারের গতিপথের অনেকটা অংশ জুড়ে রয়েছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট।

৪. নিফটি এবং ব্যাঙ্ক নিফটি

ডিসেম্বর ১ তারিখে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছনোর পর এই মুহূর্তে নিফটি ৫০ ট্রেড করছে মহামারী পরবর্তী সময়ের সর্বনিম্ন লেভেলে। সেনসেক্স এবং নিফটি ৫০ উভয়ই ২২ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে প্রায় ৪% বেড়েছে। আশা করা হচ্ছে, নিফটির আয় ২০২৪ অর্থবছরে ১৬.৩% এবং ২০২৫ অর্থবর্ষে ১৫.৫% বৃদ্ধি পাবে।

৫. অন্যান্য সূচক

এই মাসে ভারত, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক দেশে তাদের ইকোনোমি ডাটা পরিবেশন করবে। যার উপর চোখ থাকবে ব্রোকার এবং বিনিয়োগকারীদের। পাশাপাশি আইপিও লিস্টিং, রূপির মূল্য, কর্পোরেট সেক্টরের আগামী পদক্ষেপ ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করবে আগামী দিনের শেয়ার বাজারের গতিপথ।

Exit mobile version