Russia-Ukraine: যুদ্ধের মধ্যে রাশিয়া থেকে দেশে ফিরেছে ইউক্রেনের ৩১ শিশু, ফিরিয়ে দেওয়া হয়েছে পরিবারের কাছে

।। প্রথম কলকাতা ।।

Russia-Ukraine: রাশিয়া থেকে যুদ্ধের সময় নেওয়া ৩১ শিশুকে উদ্ধার করল সেভ ইউক্রেন মানবিক সংস্থা। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুসারে, শনিবার সংস্থাটি জানায় শিশুদের ইউক্রেনে ফিরিয়ে আনা হয় এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। উদ্ধার অভিযানে সাহায্যকারী ইউক্রেনের উদ্ধার সংস্থার প্রধান মাইকোলা কুলেবা বলেন, “এখন পঞ্চম উদ্ধার অভিযান সমাপ্তির কাছাকাছি। আমরা বেশ কয়েকজন শিশুকে ফিরিয়ে আনতে পেরেছি।”

কুলেবা বলেন, “সেখানে এমন বাচ্চা ছিল যারা পাঁচ মাসে পাঁচবার তাদের অবস্থান পরিবর্তন করেছিল, কিছু শিশু বলে যে তারা ইঁদুর এবং তেলাপোকার সঙ্গে বাস করছিল। শিশুদেরকে রাশিয়ানরা ইউক্রেনের খারকিভ এবং খেরসন অঞ্চলের দখলকৃত অংশে গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকতে বলেছিল।”

জানা যায়, গত বছরের ফেব্রুয়ারিতে মস্কো আক্রমণ করার পর থেকে ইউক্রেন থেকে প্রায় ১৯,৫০০ শিশুকে রাশিয়া ও রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ায় নিয়ে যাওয়া হয়েছে, যেটিকে অবৈধ নির্বাসন হিসাবে নিন্দা করা হয়। রয়টার্স জানিয়েছে, মস্কো ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণের অংশ দখল করে, শিশুদের অপহরণের কথা অস্বীকার করে। মস্কো জানায় তাদের নিজেদের নিরাপত্তার জন্য তাদের দূরে নিয়ে যাওয়া হয়েছে।”

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেনের শিশুদের নির্বাসন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত ১৭ মার্চ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার শিশু অধিকার কমিশনার মারিয়া লভোভা-বেলোভাকে ইউক্রেন থেকে শিশুদের অপহরণের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রাশিয়ার উপর চাপ বাড়ায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version