।। প্রথম কলকাতা ।।
Vladimir Kara-Murza: রাশিয়ার(Russia) সমালোচনা করায় বড়সড় দাম দিতে হল ভ্লাদিমির কারা মুর্জাকে (Vladimir Kara-Murza)। শাস্তি (Punishment) হিসেবে পেলেন ২৫ বছরের কারাদণ্ড। ১৭ই এপ্রিল সোমবার মস্কোর একটি আদালত রাষ্ট্রদ্রোহ মামলা ও সামরিক বাহিনীকে হেয় করার অভিযোগে ক্রেমলিনের সমালোচক কারা মুর্জাকে ২৫ বছরের কারাদণ্ডের শাস্তি দিয়েছে। রাশিয়ার আগ্রাসনের ঘোর বিরোধী ছিলেন তিনি। এর আগেও ২০২২ সালের ১৫ই মার্চ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদে তিনি বক্তব্য দেন সেখানে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা জানান। ইউক্রেন-রাশিয়ার দ্বন্দ্ব (Ukraine-Russia War) শুরু হওয়ার পর রাশিয়া একটি নতুন আইন আনে। যে আইন অনুযায়ী সেনাবাহিনী নিয়ে যদি কোন ভুল তথ্য ছড়ানো হয় তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তি রায় দেওয়া হতে পারে। সেই আইন অনুযায়ী ৪১ বছর বয়সী রাশিয়ার বিরোধী দলীয় নেতা কারা মুর্জাকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাশিয়ার আদালত পুতিনের প্রতিপক্ষ ভ্লাদিমির কারা-মুর্জাকে রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করেছে। তিনি নাকি রাশিয়ান সামরিক বাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো এবং একটি অবাঞ্ছিত সংস্থার সাথে যুক্ত। ভ্লাদিমির কারা-মুর্জা একজন প্রাক্তন সাংবাদিক এবং তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নীতির সমালোচনা করেছেন। ইউক্রেনে রুশ হামলার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত লিখেছেন তিনি। এমনকি ভ্লাদিমির কারা-মুর্জার আগেও অনেক পুতিন বিরোধীকে গ্রেফতার করা হয়েছে এবং রাশিয়া থেকে পালাতে বাধ্য করা হয়েছে। যদিও কারা-মুর্জা তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে এগুলি সবই একজন স্বৈরশাসকের বিরুদ্ধে কথা বলার ফলাফল। ভ্লাদিমির কারা-মুর্জাকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যা রাশিয়ায় পুতিন বিরোধীর সবচেয়ে বড় শাস্তি। শুধুমাত্র গত সপ্তাহে ভ্লাদিমির কারা-মুর্জা বলেছিলেন যে তিনি যা বলেছেন বা লিখেছেন তার জন্য তিনি সম্পূর্ণ দায়িত্ব নেন এবং তিনি এতে অনুশোচনা করেন না, তিনি এতে গর্বিত।
কারা-মুর্জা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমি জানি সেই দিন আসবে যখন আমাদের দেশে বিরাজ মান অন্ধকার দূর হবে। আমাদের সমাজ চোখ খুলে যাবে যখন জানবে কী অপরাধ করা হয়েছিল।” তাকে ২৫ বছরের কারাদণ্ড এবং ৪০০,০০০ রুবেল জরিমানা করা হয়েছে। রায় প্রদানকারী বিচারক বলেছেন যে কারা-মুর্জা মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির জন্য রাশিয়ান কর্মকর্তাদের অনুমোদন দিতে পশ্চিমা সরকারগুলিকে রাজি করাতে মূল ভূমিকা পালন করেছিলেন। কারা মুর্জাকে এক বছর আগে মস্কোতে একজন পুলিশ কর্মকর্তার অবাধ্যতার জন্য গ্রেফতার করা হয়েছিল। হেফাজতে থাকা অবস্থায় তার বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ আনা হয়।
ভ্লাদিমির কারা-মুর্জা এক বক্তৃতায় বলেছিলেন যে রাশিয়া ইউক্রেনে আবাসিক এলাকায় ক্লাস্টার বোমা এবং “মাতৃত্বকালীন হাসপাতাল ও স্কুলে বোমা হামলা” দিয়ে যুদ্ধাপরাধ করছে। এক্ষেত্রে, একটি মামলা নথিভুক্ত করার পরে তাকে বিচার করা হয়েছিল। এখন তাকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম