Sudan: সুদানের সামরিক প্রতিদ্বন্দ্বীদের ক্ষমতার লড়াইয়ে চলল গুলি, নিহত ২৩

।। প্রথম কলকাতা ।।

Sudan: সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার লড়াইয়ে কেঁপে উঠল সুদান। সুদানের রাজধানী খার্তুমে সেনাবাহিনী এবং দেশটির আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। চলছে গুলির লড়াই। ঘটনায় ২৩ জন নিহত এবং প্রায় ১৮৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজধানী খার্তুম-সহ সুদানের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে রক্তাক্ত এই গৃহযুদ্ধ। জানা যাচ্ছে, আধাসেনাকে (Paramilitary Force) সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা নিয়ে শুরু সমস্যা।

ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুসারে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, সুদানিজ ডক্টরস ইউনিয়ন বলেছে যে পশ্চিম দারফুর অঞ্চলে এবং উত্তরের শহর মেরোওয়েতে সামরিক ও আরএসএফ সদস্য সহ অনেক অগণিত হতাহতের ঘটনা ঘটেছে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সুদানের সামরিক বাহিনী দেশের উপর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে রাজধানীর কাছে একটি আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে বিমান হামলা শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, দিনের শেষে প্রচণ্ড লড়াইয়ে, রাজধানী খার্তুমের সংলগ্ন ওমদুরমান শহরে সেনাবাহিনী সরকারের আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর একটি ঘাঁটিতে হামলা চালায়। যদিও আরএসএফ দাবি করেছে যে তারা রাষ্ট্রপতির প্রাসাদ, সেনাপ্রধানের বাসভবন, রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশন এবং খার্তুমের বিমানবন্দর, মেরোওয়ের উত্তরাঞ্চলীয় শহর এল ফাশার এবং পশ্চিম দারফুর রাজ্য দখল করেছে। এবং সেনাবাহিনী এইসব দাবি উড়িয়ে দিয়েছে।

সুদান বিমান বাহিনী সুদানবাসীদের বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিয়েছে এবং রবিবারের জন্য খার্তুম রাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছে। স্কুল, ব্যাঙ্ক এবং সরকারী অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার ভোরে সংঘর্ষ শুরু হয়। রাজধানীতে এবং তার আশেপাশের এলাকা জুড়ে দিনভর গুলির শব্দ শোনা যায়। সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান আল জাজিরা টিভিকে বলেছেন, “আমরা মনে করি তারা বুদ্ধিমান হলে খার্তুমে তাদের সৈন্যদের ফিরিয়ে নেবে। তবে এটা চলতে থাকলে আমাদের অন্যান্য এলাকা থেকে খার্তুমে সেনা মোতায়েন করতে হবে।”

এপি জানিয়েছে, বুরহান আরএসএফের বিরুদ্ধে খার্তুম বিমানবন্দরে প্রবেশ করে কয়েকটি বিমানে আগুন দেওয়ার অভিযোগ এনেছে। তিনি আরও বলেন, সামরিক বাহিনীর সদর দপ্তর এবং রিপাবলিকান প্রাসাদসহ সব কৌশলগত সুবিধা তার বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি খার্তুমে আরও সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন। অন্যদিকে আরএসএফ নেতা, জেনারেল মোহাম্মদ হামদান দাগালো, যিনি হেমেদতি নামে বেশি পরিচিত, বুরহানকে “অপরাধী” এবং “মিথ্যাবাদী” বলেছেন।

২০১৯ সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশির। এরপর সেনা এবং গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের নিয়ে তৈরি হয় অন্তর্বর্তীকালীন সরকার। ২০২১ সালে প্রধানমন্ত্রী আবদুল্লা হামদকরের নেতৃত্বাধীন সেই অন্তর্বর্তিকালীন সরকারকেও ক্ষমতাচ্যুত করে সেনা। সূত্রের খবর, আরএসএফের একটা বড় অংশের আনুগত্য রয়েছে পূর্বতন সরকারের উপরে। আর তা ঘিরেই তৈরি হয়েছে এই সংঘাত।

মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, মিশর, সৌদি আরব, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন অবিলম্বে শত্রুতা বন্ধের জন্য আবেদন জানিয়েছে। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, একটি ফোন কলের পর, সৌদি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা গণতন্ত্রে উত্তরণের কাঠামো চুক্তিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। সুদানে বসবাসরত ভারতীয়দের বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। শনিবার ভারতীয় হাই কমিশনের মাধ্যমে ভারতীয়দের এই পরামর্শ দেওয়া হয়। সুদানের রাজধানী শহর খার্তুমের পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে নয়াদিল্লি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version