ICC World Test Championship: ২০০৩ সালের ঘটনার পুনরাবৃত্তি ! টেস্ট চ্যাম্পিয়নশিপে স্মৃতি উস্কে দিল ভারত

।। প্রথম কলকাতা ।।

ICC World Test Championship: ২০০৩ সালে বিশ্বকাপে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল এক ভয়ংকর বিপর্যয়ের মুখে পড়েছিল, তা যেন হুবহু মিলে গেল ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এককথায় বলা চলে, জোহানেসবার্গের ‘লজ্জা’ আরও টাটকা করে তুলল ওভাল। কী সেই সিদ্ধান্ত? কোন ঘটনার পুনরাবৃত্তি ঘটল ওভালে? চলুন জেনে নেওয়া যাক। ২০০৩ সালে জোহানেসবার্গে সামান্য বৃষ্টি হওয়ায় প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন তৎকালীন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সেই সিদ্ধান্ত কী ভয়ংকর ভুল ছিল, তার প্রমান মিলেছে ম্যাচের শেষে। ঠিক সেই একই ঘটনা ঘটলো সদ্য শেষ হয় টেস্ট চ্যাম্পিয়নশিপে। অন্যদিকে, বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছরে অস্ট্রেলিয়ার টেস্ট ফরম্যাটে বিধ্বংসী ব্যাটার স্টিভ স্মিথকে যথেষ্ট সমস্যা ফেলেছেন ভারতীয় বোলার রবীনচন্দ্র অশ্বিন। তাঁর একটা উইকেটই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত ভারত। কিন্তু অশ্বিনের না খেলা অনেকটাই খেসারত দিতে হচ্ছে টিম ইন্ডিয়াকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version