Bangladesh: বাংলাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২ হাজার ঘর ! এমনটা কীভাবে ঘটল?

।। প্রথম কলকাতা ।।

Bangladesh: প্রায় তিন ঘন্টা ধরে চোখের সামনে দাউ দাউ করে জ্বলেছে প্রায় ২ হাজারের বেশি ঘর। সেই দৃশ্য দাঁড়িয়ে দেখতে হয়েছে রোহিঙ্গাদের। বর্তমানে এই রোহিঙ্গারা কেমন আছেন? বাংলাদেশে (Bangladesh) ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘর ছাড়া প্রায় ১২ হাজার রোহিঙ্গা। এই রোহিঙ্গাদের নিয়ে কম জটিলতা নেই। মাথা গোঁজার পাকাপোক্ত একটু ঠাঁই পেতে তাদেরকে অসম্ভব লড়াই করতে হয়। মায়ানমার (Myanmar) থেকে দলের দলে রোহিঙ্গা পাড়ি জমিয়েছে বাংলাদেশে। যাদের সামলাতে বাংলাদেশের নানান সমস্যা দেখা দিয়েছে। দিনের পর দিন রোহিঙ্গা সংকট যেন তীব্র আকার ধারণ করছে।

রবিবার বেলা পৌনে তিনটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তারপর আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় সন্ধ্যা ছয়টার দিকে। তার মাঝে প্রায় ২ হাজারের বেশি ঘর পুড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে কক্সবাজারে বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। এই রোহিঙ্গা শিবির বেশ কয়েকটি ব্লকে বিভক্ত। হঠাৎ করেই একসঙ্গে আগুন জ্বলে উঠে ডি, বি ও এ ব্লকে। কেন আগুন লাগল এই বিষয়ে তদন্ত চলছে। ‘প্রথম আলো’তে প্রকাশিত তথ্য অনুযায়ী, রোহিঙ্গা নেতাদের মতে, যে তিন ব্লকে আগুন লেগেছে তার কিছু ঘরে থাকত রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সদস্য। পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকতে পারে সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির সদস্যরা। কারণ কিছুদিন আগেই দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের শুকনো খাবার এবং অতি প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এক কিশোরকে দেশলাই সহ আটক করা হয়েছে। যার বয়স মাত্র ১৪ কিংবা ১৫ বছর। অনেকে জানিয়েছে তারা ওই কিশোরকে নাকি ঘরে আগুন দিতে দেখেছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

দিনের পর দিন রোহিঙ্গা শিবিরে আগুন লাগার ঘটনা যেন রহস্যজনক হয়ে উঠছে। গত কয়েকদিন ধরে আশ্রয় শিবিরের বিভিন্ন ঘরে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে রোহিঙ্গা শিবিরের ঘটা অগ্নিকাণ্ডের ঘটনার সংখ্যা প্রায় ২২২টি, যার মধ্যে দুর্ঘটনা প্রায় ৯৯টি। ২০২১ এ আশ্রয় শিবিরে হত্যাকাণ্ড হয়েছে ২২ টি, ২০২২ এ হয়েছে ৩২ টি। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে প্রায় ৮ লক্ষ রোহিঙ্গা আশ্রয় নেয়, বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২ লক্ষ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version