Bangladesh: নভেম্বরে বাংলাদেশে ভ্যাটে প্রবৃদ্ধি ১৭.০২%, বাজার ধরে রাখতে সক্রিয় কর্মকর্তারা

।। প্রথম কলকাতা ।।

Bangladesh: বাংলাদেশে অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেও ভ্যাটে সন্তোষজনক প্রবৃদ্ধি হয়েছে। ৫ই ডিসেম্বর সোমবার দুপুরে এনবিআর অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের ২৩তম লটারির ড্র অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন ড. মইনুল খান।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. মইনুল খান জানান, বাংলাদেশের অর্থনৈতিক সংকটের মধ্যেও নভেম্বর মাসে প্রায় ১৭.০৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এই প্রবৃদ্ধি যাতে সব সময় বজায় রাখা যায় সেই বিষয়ে এনবিআর-এর কর্মকর্তারা সক্রিয় রয়েছেন বলেও তিনি জানান। এই কাজ আরো ভালোভাবে পরিচালনা করতে কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশে বহু দোকান ইএফডির আওতায় আনা হবে। পরিকল্পনা বাস্তবায়িত করতে ২০২৫ সালের মধ্যে শুধুমাত্র ঢাকা আর চট্টগ্রামের মধ্যেই প্রায় ৩ লক্ষ মেশিন বসানোর পরিকল্পনা রয়েছে। যার মধ্যে প্রথম বছর বসানো হবে প্রায় ৬০ হাজার মেশিন। ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে ২০২০ সালের আগস্ট থেকে আজ পর্যন্ত প্রায় ৮,৩৯৯ টি মেশিন বসানো হয়েছে।

ইএফডির কার্যক্রমের পরিধি যাতে আরো বৃদ্ধি পায় সে বিষয়ে তৎপর এনবিআর। ইতিমধ্যেই ইএফডির প্রচলনের ফলে আগের থেকে ভ্যাটের পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। নভেম্বরে ভ্যাটের প্রবৃদ্ধির পরিমাণ প্রায় ১৭.০২ শতাংশ।

ক্রেতাদের উৎসাহিত করতে জাতীয় রাজস্ব বোর্ড ইএফডি যন্ত্রের মাধ্যমে ক্রেতাদের ভ্যাট দিতে প্রতি মাসেই এই লটারির আয়োজন করে। নভেম্বর মাসের ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত ইস্যু করা চালানের উপর এই লটারির ড্র অনুষ্ঠিত হয়। এবার প্রথম পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা পেয়েছেন চট্টগ্রামের এক ব্যক্তি। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ঢাকার একজন ব্যক্তি এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন তিনজন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version