Michigan: মিশিগানে মৃধা ফাউন্ডেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১৬ জন সাংবাদিক

।। প্রথম কলকাতা ।।

Michigan: বাংলা গণমাধ্যমে কর্মরত মিশিগানের (Michigan) ১৬ জন সাংবাদিককে মিডিয়া অ্যাওয়ার্ড (Media Award) প্রদান করা হয়েছে। বাংলাদেশ (Bangladesh) কমিউনিটিতে অসামান্য অবদান রাখায় গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে মৃধা বেঙ্গলি সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত একুশের অনুষ্ঠানে মৃধা ফাউন্ডেশন সাংবাদিকদের এই সম্মাননা দিয়েছে। একই অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ শওকত হোসেনকে। প্রবাসে সাহিত্য, সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বাংলাদেশ কমিউনিটির কল্যাণে নিরলসভাব কাজ করে অসামান্য অবদান রাখায় তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট চিকিৎসক (অবসর) সৈয়দ শওকত হোসেন। মৃধা বেঙ্গলি সাংস্কৃতিক কেন্দ্রের চিফ কো-অর্ডিনেটর মৃদুল কান্তি সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৃধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দার্শনিক ড. দেবাশীষ মৃধা ও তার সহধর্মিনী চিনু মৃধা, বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ সাহেদুল হক, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্য ও বাংলা সংবাদ সম্পাদক ইকবাল ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির কো-অর্ডিনেটর জাহেদ জিয়া।

সম্মাননা প্রাপ্ত সাংবাদিকরা হলেন এনটিভি প্রতিনিধি সেলিম আহমদ, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্য, সাপ্তাহিক ঠিকানার সৈয়দ শাহেদুল হক, মানবজমিনের হেলাল উদ্দিন রানা, বাংলা সম্পাদক সম্পাদক ইকবাল ফেরদৌস, সুপ্রভাত মিশিগান নির্বাহী সম্পাদক কামাল এম মোস্তফা, আরটিভি কামরুজ্জামান হেলাল, ডিবিসি নিউজ টিভির আশিকুর রহমান, টিবিএন-২৪ ও ঢাকা পোস্টের তোফায়েল রেজা সোহেল, জনকন্ঠের রফিকুল হাসান চৌধুরী তুহিন, নিউজজি-২৪ এর সৈয়দ আসাদুজ্জামান সোহান, নিউজ-২৪ এর জুয়েল খান, বাংলাভিশনের সাহেল আহমদ, সময়ের আলোর তাসনিয়া আলভী, সুপ্রভাত মিশিগানের স্টাফ রিপোর্টার মৃদুল কান্তি সরকার। এছাড়া অনুষ্ঠানে সুপ্রভাত মিশিগান সম্পাদক মন্ডলীর সভাপতি চিনু মৃধাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

বক্তারা বলেন, এই সম্মাননা কর্মক্ষেত্রে আরো উৎসাহিত করবে এবং ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে। মৃধা ফাউন্ডেশনের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান সাংবাদিকরা। কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা সাংবাদিকদের জন্য আনন্দের। এটি আজীবন মনে থাকবে। পরে ড. দেবাশীষ মৃধা ও জারা আনোয়ারের প্রাণবন্ত সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version