Dubai: দুবাইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকান্ডে চার ভারতীয় সহ মৃত ১৬, আহত ৯

।। প্রথম কলকাতা ।।

Dubai: দুবাইয়ের একটি আবাসিক ভবনে ব্যাপক অগ্নিকাণ্ডে (Fire) কেরলের এক দম্পতি সহ অন্তত চার ভারতীয়র মৃত্যু হয়েছে। রবিবার একটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, নিহতের সংখ্যা ১৬ জন, আহত হয়েছেন ৯ জন। গালফ নিউজ জানিয়েছে, বিল্ডিংয়ের চতুর্থ তলায় ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে এবং অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করে। দুবাই সিভিল ডিফেন্স সদর দফতরের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু করেছে।

পোর্ট সাইদ ফায়ার স্টেশন এবং হামরিয়া ফায়ার স্টেশন থেকেও দলগুলোকে তলব করা হয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটা নাগাদ আগুন লাগে দুবাইয়ের আল রাস নামে একটি এলাকায়। খবরে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রতিবেদন অনুসারে কেরালার এক দম্পতি সহ চার ভারতীয়কে সনাক্ত করেছেন কেরালার এক সমাজকর্মী। এছাড়াও মৃতদের মধ্যে রয়েছেন তিন পাকিস্তানি ও এক নাইজিরিয়ান নাগরিক বলে জানা গেছে।

মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রিপোর্টে বলা হয়েছে দুবাই পুলিশ, দুবাইতে ভারতীয় কনস্যুলেট, অন্যান্য কূটনৈতিক মিশন এবং মৃতের বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুবাই সিভিল ডিফেন্সের মুখপাত্র বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে ভবনটিতে পর্যাপ্ত নিরাপত্তার প্রয়োজনীয়তার অভাব ছিল। কী কারণে আগুন লেগেছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিক তদন্তে অনুমান শট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে দুবাই পুলিশ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version