Bhagavad Gita Recite In Texas: আমেরিকায় ১০ হাজার মানুষের একসাথে গীতা পাঠ, দেখলে মন ভালো হয়ে যাবে

।। প্রথম কলকাতা ।।

Bhagavad Gita Recite In Texas: একসাথে সমবেত হয়ে ১০ হাজার মানুষ ভগবত গীতা পাঠ করছেন। শুনতে লাগছে অসাধারণ। এই দৃশ্য কিন্তু ভারতের নয়। যেখানে ভারতের বহু মানুষ নিজের সংস্কৃতিকে ভুলতে বসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে নিজের দেশের সংস্কৃতিকে আগলে রেখেছে বিদেশের মাটিতে। সম্প্রতি গুরুপূর্ণিমা উপলক্ষে, একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, প্রায় দশ হাজার মানুষ একসাথে ভগবত গীতা পাঠ করছেন।

মহীশূরের অবধূত দত্ত পীঠম আশ্রমের তথ্য অনুযায়ী, সোমবার গুরু পূর্ণিমা উপলক্ষে বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক সাধক পূজ্য গণপতি সচ্চিদানন্দ জির উপস্থিতিতে এই পাঠ করা হয়েছিল। অবধূত দত্ত পীঠম হল একটি আন্তর্জাতিক আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও সামাজিক কল্যাণ সংস্থা যা ১৯৬৬ সালে শ্রী গণপতি সচ্চিদানন্দ জি স্বামীজি দ্বারা প্রতিষ্ঠিত। শ্রী স্বামীজির সার্বজনীন দৃষ্টি এবং মানবজাতির উন্নতির জন্য গভীর করুণা পীঠমকে মানব জীবনের সমৃদ্ধির জন্য কাজ করতে পরিচালিত করেছে। বিভিন্ন উপায়ে প্রোগ্রাম, কার্যক্রম এবং প্রকল্প পরিচালনার জন্য অনুপ্রাণিত করেছে।

মার্কিন মুলুকে এ যেন এক বিরল দৃশ্য। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আলেন ইস্ট সেন্টারে একসঙ্গে দশ হাজার মানুষ সমবেত হয়ে গীতা পাঠ করেন। যেখানে ছোট থেকে বড়, সব বয়সের মানুষরা ছিলেন। এখানে আগে একসঙ্গে জমায়েত হয়ে এত বড় মাপের গীতা পাঠের অনুষ্ঠান হয়নি। এই সুন্দর আয়োজনের নেপথ্যে রয়েছে যোগা সঙ্গীত ট্রাস্ট আমেরিকা এবং এমজিসি গীতা ফাউন্ডেশন। তবে এই অনুষ্ঠান কিন্তু এখানে প্রথম নয়। এর আগে স্বামীজি সচ্চিদানন্দ আমেরিকায় ভগবত গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছেন। আসলে গত কয়েক বছর ধরেই তিনি এই অনুষ্ঠানের আয়োজন করছেন। যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ জানতে পারছে হিন্দু আধ্যাত্মিকতা সম্পর্কে। গণপতি সচ্চিদানন্দ ভাগবত গীতা প্রচার এবং সনাতন হিন্দু ধর্মের মূল্যবোধ প্রচারের জন্য একজন বিশ্ব বিখ্যাত সাধক। ২০২৩ এ তাঁর নির্দেশনায় এই অনুষ্ঠান যেন একটু বিশেষ ছিল। সেখানে উপস্থিত ছিল ৪ থেকে ৮৪ বছর বয়সী ব্যক্তি। তারা শুধুমাত্র জড়ো হয়েছিলেন গীতা পাঠ করবেন বলে। এখানে থাকা বহু ব্যক্তি গত ৮ বছর ধরে গীতা মুখস্ত করেছেন।

এএনআই-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই গীতা সম্পর্কিত একটি ভিডিওও শেয়ার করা হয়েছে, যাতে স্পষ্ট দেখা যায় হাজার হাজার মানুষ একসঙ্গে ভগবত গীতা পাঠ করেছেন। এই ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন প্রায় চার লাখ মানুষ। আপনি যদি ভিডিওটি এখনো না দেখে থাকেন, প্রতিবেদনের সঙ্গে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version