Jayalalithaa’s 75th Birth Anniversary: ১ টাকার বেতনের মুখ্যমন্ত্রী, ঝুলিতে ১৪০টি ছবি! জয়ললিতার জন্মদিনে যে কথা ভাবাবে

।। প্রথম কলকাতা ।।

Jayalalithaa’s 75th Birth Anniversary: অভিনয় জগত থেকে শুরু করে রাজনৈতিক ময়দান, দুটো ক্ষেত্রেই সমানভাবে জনপ্রিয়তা পেয়েছিলেন জয়ললিতা (Jayaram Jayalalithaa)। ফিল্ম ক্যারিয়ার শুরু করেন ১৯৬১ সালে কন্নড় ছবি ‘শ্রী শৈল মহাত্মে’। তারপর একের পর এক হিট ছবি দিয়েছেন। ৬ বার মুখ্যমন্ত্রী হিসেবে তামিলনাড়ুর দায়িত্ব সামলেছেন। আজ ২০২৩ এর ২৪শে ফেব্রুয়ারি অভিনেত্রী এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার (Jayaram Jayalalithaa) ৭৫তম জন্মবার্ষিকী৷ জয়ললিতা ‘আম্মা’ নামে পরিচিত ছিলেন।

২০১৬ সালের ৫ই ডিসেম্বর রাজনৈতিক এবং অভিনয় দুনিয়ায় ছিল এক দুঃখজনক দিন। সেদিন তাঁর মৃত্যু সমগ্র দেশকে হতবাক করেছিল। তিনি ১৪ বছরের মধ্যে বেশ কয়েকবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেতন হিসেবে নিতেন মাত্র ১ টাকা। তিনি মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম বেতনের চেক প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন, আয়ের প্রচুর উৎস এবং তাঁর বেতনের প্রয়োজন নেই। সরকারী কর্মচারী হিসাবে তাঁকে বেতন পেতে হবে বলে জানানো হলে, তিনি তাঁর মাসিক বেতন হিসাবে ১ টাকা নেওয়ার সিদ্ধান্ত নেন। অভিনয় জীবনে জয়ললিতা ৮৫টি তামিল সিনেমা এবং একটি হিন্দি সিনেমা ‘ইজ্জাত’ করেন। তিনি ‘ইজ্জাত’-এ ধর্মেন্দ্রর বিপরীতে অভিনয় করেছিলেন, যেটি তুমুল জনপ্রিয়তা পায়। জয়ললিতার সম্পর্কে আরেকটি আশ্চর্যজনক তথ্য হল, তিনি তাঁর পালক পুত্র সুধাগরনের জন্য একটি জমকালো বিয়ের আয়োজন করেছিলেন। চেন্নাইয়ের ৫০ একর মাঠে বিয়েতে দেড় লক্ষের এরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ ২০২১ এ কঙ্গনা রানাউত ‘থালাইভি’-এর প্রথম চেহারা প্রকাশ করেছিলেন যেখানে তিনি জয়ললিতার চরিত্রে অভিনয় করেছেন৷

আইনজীবী হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তা ছেড়ে প্রবেশ করেন রূপালি পর্দায়। তারপর হঠাৎ করে অভিনয় জগতে চূড়ান্ত সাফল্য থাকার পরেও প্রবেশ করেন রাজনৈতিক ময়দানে। বর্ণময় জীবনের হাতছানি থাকলেও বারংবার বিপরীত স্রোতে হেঁটেছেন। ১৯৬০ এর দশকের মাঝেমাঝে সময় তিনি শীর্ষস্থানীয় চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। শোনা যায় এই পেশায় নাকি তাঁর খুব একটা ইচ্ছা ছিল না। মূলত পরিবারকে সাহায্য করার জন্য মায়ের অনুরোধে অভিনয় করেন। ১৯৬১ থেকে ১৯৮০ সালের মধ্যে অভিনয় করেছেন প্রায় ১৪০টি ছবিতে। পাশাপাশি নৃত্য দক্ষতার জন্য প্রচুর প্রশংসা পেয়েছেন। তাঁকে বলা হত তামিল সিনেমার রানী। ছোটবেলায় কন্নড় ভাষার ছবিতে অভিনয় করেছিলেন। শুরুটা করেছিলেন শিশু শিল্পী হিসেবে। ১৯৬৮ থেকে পা রাখেন বলিউডে। এক সময় ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে তিনি একজন ছিলেন। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক পরিষ্কার। সেই তালিকায় রয়েছে তামিলনাড়ু সরকারের কালাইমামনি, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট, মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট প্রভৃতি। ২০০৪ সালে তাঁকে ওমেন পলিটিশিয়ান অফ দা ডিকেট অ্যাওয়ার্ড পাওয়ার জন্য লন্ডনের হাউস অফ লর্ডসে আমন্ত্রণ জানানো হয়েছিল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version