Zee Bangla Serials New Time Slot 2023: বদলে যাচ্ছে জি বাংলার জনপ্রিয় শোয়ের সম্প্রচারের সময়! কোন সিরিয়াল কখন? নতুন সময়সূচি দেখে নিন

।। প্রথম কলকাতা ।।

Zee Bangla Serials New Time Slot 2023: ফের ওলটপালট হয়ে গেল জি বাংলার সিরিয়ালের সম্প্রচারের সময়। জেনে নিন জনপ্রিয় ধারাবাহিকের নতুন টাইম স্লট। নচেত সিরিয়ালটি খুঁজে পেতে আপনাদের মুস্কিলে পড়তে হবে। এমনিতে কোন সিরিয়াল কখন চলবে তা আপনাদের সকলেরই জানা। সেই মতো কাজ সেড়ে টিভির সামনে বসে পড়ার অপেক্ষা। কিন্তু সমস্যা হল, মাঝেমধ্যেই বদলে যাচ্ছে সম্প্রচারের সময়। তখনই দেখা দিচ্ছে গোলমাল। আবার নতুন করে মাইন্ড সেট করতে হচ্ছে।

বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের বিনোদনের রসদ জোগায় স্টার জলসা, জি বাংলার মতো বিনোদনমূলক চ্যানেলগুলি। সেই জন্যই তো রোজ বিকেল থেকে টিভির সামনে বসে পড়েন প্রত্যেকে। একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট ধারাবাহিক টিভির পর্দায় দেখাটা তাঁদের কাছে একটি অভ্যাসের মতো হয়ে দাঁড়ায়। আর যদি কোনও সিরিয়ালের সম্প্রচারের সময় পরিবর্তিত হয়ে যায় তখনই দেখা দেয় সমস্যা। ঠিক যেমন জি বাংলার ক্ষেত্রে শীঘ্রই হতে চলেছে। সিরিয়াল শুরু বন্ধের খেলায় বদল হচ্ছে অনেক কিছুরই। যার মধ্যে অন্যতম সম্প্রচার সময়। টিআরপির পেছনে ছুটতে গিয়ে একের পর এক সিরিয়াল বন্ধ করছে চ্যানেলগুলি। একটি ধারাবাহিক বন্ধ হতেই তার জায়গা নিচ্ছে নতুন একটি গল্প। কিন্তু নতুন সিরিয়াল আসা যাওয়ার মাঝে পড়ে যাচ্ছে পুরনো শোগুলি। নতুনদের জায়গা ঠিক করতে বদলাতে হচ্ছে পুরনো দের সময়। জি বাংলায় আগামীতে এমনই একটি বদল হতে চলেছে আবারো।

আমরা প্রায় প্রত্যেকেই জানি, যে কোনও সিরিয়াল কিংবা শোয়ের ভবিষ্যৎ নির্ধারণ করে টিআরপি। যদি টিআরপি ভালো হয় তাহলে বছরের পর বছর ধরে সিরিয়াল চলতে থাকে। আর টিআরপি কম হলে কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যায় পথচলা। কিংবা ধারাবাহিকের সম্প্রচারের সময় পরিবর্তন করে দেওয়া হয়। আগেই জানা গিয়েছে, জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘তোমার খোলা হাওয়া’ শীঘ্রই শেষ হতে চলেছে। গত বছর ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছিল এই ধারাবাহিক। যদিও শুরু থেকেই টিআরপি তালিকায় খেল দেখাতে পারেনি এই সিরিয়াল। যে কারণে বেশ কয়েকবার ধারাবাহিকের স্লটও পরিবর্তন করা হয়েছে। রাত সাড়ে নটার স্লটে বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’কে টেক্কা দিতে না পাড়ায় ‘তোমার খোলা হাওয়া’ সম্প্রচারের সময় বদলে দেওয়া হয়।

রাত সাড়ে নটা থেকে সোজা দুপুর তিনটের স্লটে দিয়ে দেওয়া হয় এই সিরিয়াল। এখানে কোনও সিরিয়ালের সঙ্গে লড়াই না করতে হলেও ‘তোমার খোলা হাওয়া’র টিআরপিতে কোনও বদল আসেনি। যে কারণে এবার বন্ধ করে দেওয়া হচ্ছে এই সিরিয়াল। দুপুর তিনটের স্লটে সম্প্রচারিত হত তোমার খোলা হাওয়া। তার ঠিক আগে দুপুর আড়াইটের স্লটে দেখা যায় জি এর নতুন গেম শো ‘ঘরে ঘরে জি বাংলা’। অপরাজিতা আঢ্য এবং বিশ্বনাথ বসু সঞ্চালিত শোটি শুরু হয়েছে বেশ কয়েক মাস হল। এই শোও শুরু থেকে একাধিকবার স্লট বদলের সাক্ষী থেকেছে। কিন্তু চ্যানেলের অন্য দুটি শোয়ের মতো টিআরপি আসেনি এর থেকেও।

বর্তমানে নন ফিকশন শো গুলির মধ্যে সবথেকে কম টিআরপি ঘরে ঘরে জি বাংলার। দুপুরের স্লটে যাওয়ার পরে নম্বর আরো কমেছে। তাই এবার ফের সময় বদল হচ্ছে এই শোয়ের। তোমার খোলা হাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বদলে যাবে ঘরে ঘরে জি বাংলার সময়ও। এবার থেকে আর দুপুর আড়াইটে না, বিকেল সাড়ে চারটের স্লটে দেখা যাবে এই শো। তবে চ্যানেলের অন্যান্য সিরিয়াল গুলির টাইম স্লট এখনো একই রয়েছে বলেই জানা গিয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version