IPL 2023: টি-টোয়েন্টি ক্রিকেটে অনন্য নজির যুজবেন্দ্র চাহালের, যা নেই অন্য কোন ভারতীয়ের

।। প্রথম কলকাতা ।।

IPL 2023: বর্তমান প্রজন্মের সেরা স্পিনারদের একজন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। রবিবার রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) তাদের উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে (Sunrisers Hyderabad) ৭২ রানে পরাজিত করে। এই ম্যাচে চাহাল এমন একটি ল্যান্ডমার্ক গড়েছেন যা এখনও পর্যন্ত অন্য কোনও ভারতীয় করতে পারেননি। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০তম উইকেট দখল করেছেন চাহাল।

চাহাল তার ৩০০তম টি-টোয়েন্টি উইকেটটি দখল করেন করে হ্যারি ব্রুককে আউট করে। অভিজ্ঞ স্পিনার তারপরে আরও তিনটি উইকেট তুলে নেন। বাকি তিনটি উইকেট হল মায়াঙ্ক আগরওয়াল, আদিল রশিদ এবং ভুবনেশ্বর কুমার। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট দখল করেন।

শুধু তাই নয়, আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় অমিত মিশ্রকেও পেছনে ফেলেছেন চাহাল। বিশ্বের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে চাহালের এখন ১৭০টি উইকেট রয়েছে। যা তাকে লাসিথ মালিঙ্গার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রেখেছে। তার চেয়ে এগিয়ে আছেন শুধু ডোয়াইন ব্রাভো (১৮৩)।

ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক উইকেট:
১) যুজবেন্দ্র চাহাল – ৩০৩ উইকেট
২) রবিচন্দ্রন অশ্বিন ২৮৭ উইকেট
৩) পীযূষ চাওলা ২৭৬ উইকেট
৪) অমিত মিশ্র ২৭২ উইকেট
৫) জাসপ্রিত বুমরাহ ২৫৬ উইকেট

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version