Yuzvendra Chahal: পরপর তিন বিশ্বকাপে দল থেকে বাদ বোমা ফাটালেন যুজবেন্দ্র চাহাল

।। প্রথম কলকাতা ।।

Yuzvendra Chahal: ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাননি সুযোগ। ২০২২ টি-২০ বিশ্বকাপে সুযোগ পেলেও একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি। আবার এখন ২০২৩-এর পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। তিন তিনটি বিশ্বকাপযুদ্ধে ব্রাত্য ভারতীয় দলের সীমিত ওভারের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। চাহালের বাদ যাওয়ায় তোলপাড় ক্রিকেট দুনিয়া। এমন পরিস্থিতিতে নিজের ক্ষোভ উগরে দিলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার।

গত মাসের শেষের দিকে ভারত এশিয়া কাপের যে ১৭ জনের যে দল ঘোষণা করেছিল, তাতে উল্লেখযোগ্য ভাবে বাদ পড়েছিলেন যুজবেন্দ্র চাহাল। যেটা নিয়ে প্রচুর সমালোচনাও হয়েছে। অনেকেই ভেবেছিলেন দলে ফিরবেন যুজি। কিন্তু বিশ্বকাপের দল থেকেও তিনি বাদ পড়েন। স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েন তিনি। এবার বিশ্বকাপের বাদ পড়া নিয়ে বোমা ফাটালেন যুজি চাহাল।

সেখানে একটি সংবাদমাধ্যমকে চাহাল বলেন, এটা তো বিশ্বকাপ। ১৫ জনের বেশি তো দলে নেওয়া যায় না। তাই বাদ গেলাম। তবে এই বলেই তিনি থেমে থাকেননি আমার খারাপ লেগেছে। বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে খুবই খারাপ লেগেছে। তবে সেটা নিয়ে ভাবলে তো চলবে না। এগিয়ে যেতেই হবে। সত্যি বলতে এই সব ব্যাপারগুলো আমার গা সওয়া হয়ে গিয়েছে! চাহালের এই মন্তব্যের পরেই তোলপাড় ক্রিকেট দুনিয়া।

২০১৬ সালের জুন মাসে ওডিআই ফরম্যাটে অভিষেক হয় যুজবেন্দ্র চাহালের। ৭২টি ওডিআই ম্যাচে তাঁর এখনও পর্যন্ত উইকেট সংখ্যা ১২১। যা ভারতীয় বোলারদের মধ্যে তৃতীয় সর্বাধিক এবং কুলদীপ যাদবের পরে স্পিনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। দুইবার এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি। এছাড়াও ২০১৯ বিশ্বকাপে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন যুজি চাহাল। বিশ্বকাপের দলে শেষ মুহূর্তে রবিচন্দ্রন অশ্বিনের জায়গা হলেও, জায়গা হলো না চাহালের।

বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে গেলেও, ঘরে বসে নেই ভারতের তারকা লেগ স্পিনার। বরং তিনি পাড়ি দিয়েছেন ইংল্যান্ডে। কেন্টের হয়ে খেলছেন কাউন্টি ক্রিকেট। ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে দল থেকে বাদ দিলেও, কেন্টের হয়ে দারুণ পারফরম্যান্স করছেন এই লেগ স্পিনার। সে যাই হোক ক্যারিয়ারে তিন তিনটি বিশ্বকাপ বাদ চলে গেছে। যেখানে একটা ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশের জার্সিতে বিশ্বকাপ খেলা। এই পরিস্থিতিতে ক্রিকেটপ্রেমীদের মনে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আদেও দলে ফিরতে পারবেন যুজি। দলে ফিরলেও তিনটি বিশ্বকাপে বাদ পড়ার ক্ষতে কতটা প্রলেপ লাগাতে পারবেন সেটাই এখন দেখার।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version