মিমি চক্রবর্তীর বোনঝি কমলাকে দেখতে পাবেন না, সিরিয়ালে কূটকাচালি না থাকলে সর্বনাশ

।। প্রথম কলকাতা ।।

মিমি চক্রবর্তীর বোনঝি কমলাকে আর দেখতে পাবেন না। কপাল পুড়ল তিন ধারাবাহিকের। আপনার প্রিয় নায়িকার সিরিয়াল শেষ। কুটকাচালি না থাকলে কি সত্যিই সিরিয়াল চলে না? ২ নভেম্বর শেষ হয়ে গিয়েছে নীল-তিয়াশার বাংলা মিডিয়াম। খেলনা বাড়ির শেষ দিনের শ্যুটিং হয়ে গিয়েছে।সাথে আরও একটি সিরিয়াল বন্ধ হতে চলেছে। শুনলে সত্যিই মন খারাপ হবে আপনার। এবার কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ শেষ হয়ে যাচ্ছে। কমলার চরিত্রে ছিল অয়ন্যা চট্টোপাধ্যায়। যিনি মিনি ছবিতে মিমি চক্রবর্তীর বোনঝির চরিত্রে অভিনয় করেছিলেন। অনেক কম বয়স থেকেই অভিনয় জগতে হাতেখড়ি তাঁর কিন্তু অয়ন্যার ধারাবাহিকের সময় আর বেশিদিন নেই।

আগামী ১১ নভেম্বর হবে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের শেষ পর্বের শ্যুটিং আর সম্প্রচারের শেষ দিন ১৯ নভেম্বর। দর্শকের সিরিয়ালটি ভালো লাগলেও টিআরপিতে কখনই ভালো ফল করতে পারেনি। সময় যত এগিয়েছে ততই তলানিতে ঠেকেছে টিআরপি। কার কাছে কই মনের কথার সঙ্গে কোনওভাবেই এঁটে উঠতে পারছে না এই মেগা। সিরিয়ালে কোনও ঝগড়া নেই, কূটকাচালি নেই তাই টিআরপিও কম বলছেন অনেকেই। তাই বন্ধ হয়ে যাচ্ছে ধাকরাবাহিকটি। তার বদলে নতুন সিরিয়াল আসতে চলেছে। সিরিয়াল বন্ধ হচ্ছে ঠিকই। সাথএ আসছে একাধিক নতুন প্রোজেক্ট।স্টার জলসার নতুন ধারাবাহিক গীতা এলএল.বি-র প্রোমো প্রকাশ্যে এসেছে।

বড় পর্দায় জলি এলএল.বি-র পর এবার ছোট পর্দায় গীতা এলএল.বি? প্রশ্ন তুলছেন অনেকেই প্রোমোটা বেশ মজাদার। এই ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দার কামব্যাক মুখ হিয়া মুখোপাধ্যায়ের যিনি সান বাংলার নয়নতারা সিরিয়ালে অভিনয় করে পরিচিত মুখ হয়ে উঠেছেন। পুজোর আগে স্টুডিয়ো পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছিল পুজোর পরই নাকি একসঙ্গে তিনটি ধারাবাহিক বন্ধ হচ্ছে। সেই তালিকায় ছিল ইচ্ছে পুতুল, খেলনা বাড়ি ও গাঁটছড়া। খেলনা বাড়ি শেষ হলেও বাকি দুটি সিরিয়াল আপাতত চলবে। ইচ্ছে পুতুলের গল্পে টুইস্টের কারণেই টিআরপি আবার বাড়ছে।

ধারাবাহিকে শুধুই দেখানো হয় কুটকাচালি। তবে কমলা ও শ্রীমাণ পৃথ্বীরাজ কোথাও যেন একটু আলাদা ছিল। কমলা পৃথ্বীরাজের প্রেম আর দেখতে পারবেন না দর্শকরা। দর্শকদের নজরে কুটকাচালি,পরনিন্দা পরচর্চা দেখানো ধারাবাহিকগুলিই টিআরপিতে ছক্কা হাঁকাচ্ছে। ছকের বাইরে যাওয়ার চেষ্টা করলেই পিছিয়ে পড়ছে নতুন ধারাবাহিকগুলো। তাই ছকের বাইরে বেরিয়ে খামোখা নিজের লোকসান কেন করতে যাবে প্রযোজনা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষ? তাই একই ধরণের ধারাবােহিক আসছে। নাহলেই তো ইঁদুর দৌঁড়ে পিছিয়ে যেতে হবে। মানছেন কলাকুশলীদের একাংশ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version