Hibiscus: বাড়িতেই পাবেন সাজি ভরা ফুল! এই বিশেষ উপায়ে করুন জবা চাষ

।। প্রথম কলকাতা ।।

Hibiscus: সাধারণ মানুষের অতি পরিচিত ফুল জবা। বাঙালির ঘরে ঘরে এই ফুলের কদর রয়েছে। সারা বছরই বাজারের ফুলের দোকানগুলিতে আপনি জবা ফুল পেয়ে যাবেন। অনেকে আবার শখ করে বাড়িতে জবা গাছ চাষ করেন। যাদের বড় বাগান নেই, ছোট্ট এক টুকরো ব্যালকনি ভরসা, তারাও অতি সহজেই জবা গাছ চাষ করতে পারেন। তাছাড়া রোজ রোজ বাজার থেকে পুজোর ফুল কেনা সম্ভব নয়। এই প্রতিবেদনে আপনার জন্য রইল জবা ফুল চাষের দুর্দান্ত সহজ কিছু টিপস। এর জন্য প্রয়োজন নেই বহু অর্থের। শুধু দরকার একটু পরিচর্যার।

• গাছ বসানোর স্থান

✓ জবা ফুল গাছ এমনই একটা গাছ আপনি যেখানেই বসাবেন সেখানেই সহজে বৃদ্ধি পাবে। শুধু মাটিটা একটু উর্বর হলেই চলবে।

✓আপনি চাইলে বাগানে কিংবা মাঝারি টবে অনায়াসে জবা গাছ চাষ করতে পারেন।

✓বাগানে বসাতে চাইলে ৩ থেকে ৪ মিটার অন্তর গর্ত করে সারিবদ্ধ ভাবে চারা লাগাতে হবে।

• মাটি তৈরি

জবা গাছ চাষের জন্য বেলে -দোঁআশ মাটির সাথে মেশাতে হবে হাতের কাছে থাকা কয়েকটি সামান্য জিনিস। তার মধ্যে রয়েছে কাঠের গুঁড়ো, কাঁচা নিমপাতা, অ্যালোভেরা পাতা কুচি, ধানের তুষ প্রভৃতি। ইচ্ছা করলে পাতা পচা সার বা গোবর সারও মেশাতে পারেন।

• পাতার সমস্যা

✓শীতকালে জবা গাছের পাতা হলুদ হয়ে যায় আবার গ্রীষ্মকালে প্রচণ্ড তাপে অনেক পাতা শুকিয়ে যায়। কখনোবা পাতা গুটিয়ে গিয়ে দেখা দেয় সাদা সাদা দাগ। এই সমস্যাগুলি দেখা দিলে শুকনো ও হলুদ পাতাগুলি তৎক্ষণাৎ ছেঁটে ফেলতে হবে।

✓ সাদা দাগ হয়ে যাওয়ার পাতাগুলিকে পরিষ্কার করে সাবান জল দিয়ে ধুয়ে ফেলুন। খেয়াল রাখবেন সাবান জল যেন গাছের গোড়ায় না পরে।

• প্রয়োজনীয় জল

✓ জবা গাছের জন্য কিন্তু ভীষণ ভাবে দরকার জল। খেয়াল রাখতে হবে সর্বদা টবের মধ্যে গাছের গোড়ায় কোনভাবেই যেন জল না জমে। জল জমলে গাছ মারা যাবে।

✓পাতা থেকে ধুলো পরিষ্কার রাখতে ভোরের দিকে বা সন্ধ্যেবেলায় গাছ ধুয়ে দিতে পারেন।

• সূর্যের আলো

জলের মতোই জবা গাছ অত্যন্ত রোদ প্রিয়। সারাদিন রোদ পায় বা দিনে অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা রোদ থাকে এমন স্থানে জবা গাছ বসানো ভালো।

• সারের ব্যবহার

✓গাছ দ্রুত বৃদ্ধির জন্য বর্ষার শুরুর আগে এবং শীতের সময় গাছের গোড়ায় একটু সারের প্রয়োজন পড়ে। এই সার আপনি ঘরে বসেই অত্যন্ত সহজে বানিয়ে নিতে পারবেন।

✓ডিমের খোসার গুঁড়োর সাথে পাকা কলার শুকনো খোসা গুঁড়ো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে জবা গাছের উপযুক্ত সার।

✓যদি সম্ভব হয় এক মাস অন্তর খোলপচা জল ব্যবহার করতে পারেন।

• ফুলের সংখ্যা বৃদ্ধি

✓ফুল আসার সময় এক লিটার জলে পঁচিশ মিলিমিটার ল্যানোফিক্সের মিশ্রণ স্প্রে করতে হবে।

✓বেশি ফুল আসার জন্য বছরে বিশেষ করে ফাল্গুন-চৈত্র ও ভাদ্র -আশ্বিন মাসে গাছ ছেঁটে দিতে হবে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version