Cristiano Ronaldo: ‘তুমি আমার কাছে সর্বকালের সেরা’, রোনাল্ডোকে শ্রদ্ধা জানিয়ে হৃদয়গ্রাহী পোস্ট বিরাট কোহলির

।। প্রথম কলকাতা ।।

 

চলতি বিশ্বকাপে মরক্কোর কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হয়েছে রোনাল্ডোর পর্তুগাল। ফিফা বিশ্বকাপ ২০২২ থেকে পর্তুগাল বাদ পড়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের অন্যতম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিও রোনাল্ডো পর্তুগালের হয়ে আবার খেলবেন কি না তা নিশ্চিত করেননি। তবে বিশ্বকাপের মঞ্চে আর দেখা যাবে না পর্তুগিজ সুপারস্টারকে। একটা আস্ত প্রজন্মকে কাঁদিয়ে বিদায় নিয়েছেন সাধের মঞ্চ থেকে। রোনাল্ডোর এইভাবে বিদায় মানতে পারেনি বিশ্ব ফুটবল। বিদায়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে পোস্টের ঝড়।

 

রোনাল্ডোর একজন বড় ভক্ত ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি সে বিষয়ে সকলেরই জানা। ৫ বারের ‘ব্যালন ডি অর’ জয়ী তারকাকে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় হৃদয়গ্রাহী পোস্ট করলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভারতের প্রাক্তন অধিনায়ক লেখেন, “কোনো ট্রফি বা কোনো শিরোপা আপনি এই খেলায় এবং সারা বিশ্বের ক্রীড়া অনুরাগীদের জন্য যা করেছেন তা থেকে কিছু কেড়ে নিতে পারে না। কোনও শিরোনাম ব্যাখ্যা করতে পারে না যে আপনি মানুষের উপর কী প্রভাব ফেলেছেন এবং আমরা যখন আপনাকে খেলতে দেখি তখন আমি এবং বিশ্বের অনেক মানুষ কী অনুভব করে। এটা ঈশ্বরের একটি উপহার।”

কোহলি আরও লেখেন, “একজন ব্যক্তির জন্য একটি সত্যিকারের আশীর্বাদ যিনি প্রতিবার তার হৃদয় দিয়ে খেলেন এবং কঠোর পরিশ্রম এবং উত্সর্গের প্রতিমূর্তি এবং যেকোনো ক্রীড়াবিদদের জন্য সত্যিকারের অনুপ্রেরণা। আপনি আমার কাছে সর্বকালের সেরা।”

কাতার বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর রবিবার রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট করেন। সেই পোস্টে পর্তুগিজ সুপারস্টার বলেন, “যে কাতার বিশ্বকাপ থেকে পর্তুগাল বাদ পড়ায় ‘তার স্বপ্ন শেষ হয়েছে’। সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো লিখেছেন, “পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতাটা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চাভিলাষী স্বপ্ন। সৌভাগ্যবশত, আমি পর্তুগালের জন্য অনেক আন্তর্জাতিক শিরোপা জিতেছি।”

Exit mobile version