Irani Cup: মধ্যপ্রদেশের বিরুদ্ধে ইরানি কাপে ডাবল সেঞ্চুরির পরে আনন্দিত যশস্বী জয়সওয়াল

।। প্রথম কলকাতা ।।

 

 

Irani Cup: ইরানি কাপে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ব্যাটার হয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। গোয়ালিয়রের ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে রেস্ট অফ ইন্ডিয়ার হয়ে বাঁ-হাতি ব্যাটার ২৫৯ বলে ২১৩ রান করেন। তার ইনিংসে সাজানো ছিল ৩০ চার ও ৩ ছক্কায়। সেই সঙ্গে প্রথম ব্যাটার হিসেবে জয়সওয়াল ইরানি কাপ এবং দিলীপ ট্রফিতে একই মরসুমে ডাবল করেছেন।

 

বিসিসিআইয়ের ঘরোয়া ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে জয়সওয়াল বলেন, “আমি অবশ্যই এই স্তরে খেলতে অত্যন্ত উত্তেজিত। আমি কখনই কল্পনাও করিনি যে আমি এটি করতে যাচ্ছি এবং আমি নিজেকে নিয়ে সত্যিই গর্বিত। আমি সত্যিই খুশি।”

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রেস্ট অফ ইন্ডিয়ার অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। প্রথমেই মায়াঙ্ক আগরওয়ালের উইকেট হারায়। সেখান থেকে জয়সওয়াল এবং অভিমন্যু ইশ্বরন দ্বিতীয় উইকেটে ৩৭১ রানের জুটি গড়েন। জয়সওয়াল ইশ্বরানের কাছ থেকে কাঙ্ক্ষিত সমর্থন পেয়েছিলেন। যিনি ২৪০ বলে ১৭ চার এবং দুটি ছক্কায় ১৫৪ রান করেন। জুটিতে ভাঙ্গন ধরান আবেশ খান।

Exit mobile version