Novak Djokovic: কোভিড -১৯ ভ্যাকসিনের কারণে মিয়ামি ওপেনে খেলতে পারবেন না বিশ্বের এক নম্বর টেনিস তারকা, হতাশ ভক্তরা

।। প্রথম কলকাতা ।।

Novak Djokovic: আসন্ন মিয়ামি ওপেনে (Miami Open) খেলতে পারবেন না বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ (Novak Djokovic)। কারণ টিকাবিহীন সার্বিয়ান তারকা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য কোভিড -১৯ ভ্যাকসিনের ছাড়পত্র পাননি। সেইসঙ্গে ৩৫ বছর বয়সী জোকোভিচ ইন্ডিয়ান ওয়েলস (Indian Wells)-এ চলতি মাস্টার্স ইভেন্টগুলিও মিস করবেন কারণ তিনি ছাড়পত্র আদায় করতে পারেননি। ছয়বার মিয়ামি চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জোকোভিচ।

টুর্নামেন্টের পরিচালক জেমস ব্লেক টেনিস চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমরা নোভাক জোকোভিচকে একটি ছাড় পাওয়ার অনুমতি দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তা সম্ভব হয়নি।” তিনি আরও বলেন, “স্পষ্টতই, আমরা বিশ্বের অন্যতম প্রধান টুর্নামেন্ট, আমরা খেলতে পারে এমন সেরা খেলোয়াড় পেতে চাই। আমরা আমাদের সাধ্যমত সব করেছি। আমরা সরকারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তা আমাদের হাতের বাইরে।”

রয়টার্সের মতে, ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস এবং রাজ্যের দুই মার্কিন সিনেটর ছিলেন যারা প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনকে জোকোভিচকে দেশে প্রবেশ করতে এবং টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে টিকাবিহীন মানুষদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে, ১১মে মার্কিন প্রশাসন যখন তাদের কোভিড -১৯ জরুরী ঘোষণা শেষ করবে তখন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণের জন্য ১০ দিনের আইনি লড়াইয়ের পর জকোভিচকে অস্ট্রেলিয়া থেকে নির্বাসিত করা হয়েছিল। ঠিক এক বছর পরে মেলবোর্ন কোর্টে ফিরে আসেন সার্বিয়ান তারকা এবং দশম বারের জন্য তার অস্ট্রেলিয়ান ওপেন মুকুট পুনরুদ্ধার করেন। চলতি বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ান ওপেনে জয়ের সঙ্গে জোকোভিচ তার রেকর্ড ২২তম গ্র্যান্ড স্ল্যাম জয় করেন। এছাড়াও কোভিড -১৯ টিকা না নেওয়ার জন্য ২০২২ ইউএস ওপেনও নামতে পারেননি জোকোভিচ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version