Miami Open: কোয়ার্টার ফাইনালে সোরানা ক্রিস্টিয়ার কাছে হেরে বিদায় নিলেন বিশ্বের ২ নম্বর আরিনা সাবালেঙ্কা

।। প্রথম কলকাতা ।।

 

Miami Open: মিয়ামি ওপেন ২০২৩-এ মহিলাদের এককের কোয়ার্টার ফাইনালে রোমানিয়ার সোরানা ক্রিস্টিয়ার (Sorana Cirstea) কাছে হেরে বিদায় নিলেন বিশ্বের ২ নম্বর আরিনা সাবালেঙ্কা (Aryna Sabalenka)। বিশ্বের ৭৪ নম্বর ক্রিস্টিয়া এক ঘন্টা ২৫ মিনিটের লড়াইয়ে ম্যাচটি ৬-৪, ৬-৪ ব্যবধানে জিতে নেন। এক দশকেরও বেশি সময় পর প্রথম ডব্লিউটিএ ১০০০ (WTA 1000) সেমিফাইনালে প্রবেশ করলেন ক্রিস্টিয়া।

২০১৩ সালে শেষবার টরন্টোতে সেরেনা উইলিয়ামসের কাছে পরাজিত হয়ে রানার-আপ হওয়ার পর তিনি সেমিফাইনালে পৌঁছেছিলেন। ম্যাচের পরে ক্রিস্টিয়া বলেন, “আমি মনে করি আমি কিছুটা বাকরুদ্ধ। আমি জেনে এসেছি যে এটি সত্যিই একটি কঠিন ম্যাচ হতে চলেছে। আরিনা এত কঠিন হিট করেছে, তাই আমি জানতাম যে আমাকে আমার মাটি ধরে রাখতে হবে এবং আমি আমার পারফরম্যান্সে খুব খুশি।”

 

ক্রিস্টিয়া সেমিফাইনালে একাতেরিনা আলেকজান্দ্রোভা এবং দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেট্রা কভিটোভার মধ্যকার কোয়ার্টার ফাইনালের বিজয়ীর বিপক্ষে খেলবেন। অন্যদিকে পুরুষদের একক বিভাগে, জ্যানিক সিনার কোয়ার্টার ফাইনালে এমিল রুসুভরিকে ৬-৩, ৬-১ সেটে পরাজিত করেন। এক ঘণ্টা ১৫ মিনিটের লড়াইয়ে জয় ছিনিয়ে নেয় সিনার। বৃষ্টির কারণে ম্যাচটি দুই ঘন্টা বিলম্বিত হয়েছিল, তবে সিনার তার একাগ্রতা হারাননি।

Exit mobile version