বিশ্বকাপ মিলিয়ে দিল বিরাট-নবীনকে, কড়া বার্তা দিলেন গৌতম গম্ভীর!

।। প্রথম কলকাতা ।।

মধুরেণ সমাপয়েৎ। আইপিএল যা পারেনি, বিশ্বকাপের মঞ্চ তাই করে দেখাল। মিলিয়ে দিল দুই ক্রিকেট যোদ্ধাকে। ভারত বনাম আফগানিস্তানের মধ্যে লড়াইয়ের আগে সবথেকে বেশি চর্চা যে বিষয়টা নিয়ে ছিল সেটা হচ্ছে বিরাট কোহলি বনাম নবীন উল হকের মধ্যে দ্বন্দ্ব। অবশেষে সব শত্রুতা ভুলে একে অপরকে আলিঙ্গন করলেন বিরাট কোহলি ও নবীন উল হক। বিরাট মিত্রতায় নবীন অধ্যায়ের সূচনা অরুণ জেটলি স্টেডিয়ামে।

গত আইপিএলে শুরু হওয়া দুই তারকার মধ্যে বিবাদের আঁচ এসে পড়ে চলতি বিশ্বকাপেও। দিল্লিতে মাঠে নামার পর নবীন উল হককে দেখে গ্যালারি থেকে বিরাট বিরাট স্লোগান ওঠে। যদিও পরে ছবিটা বদলে যায়। ম্যাচের পর দেখা যায় একে অপরকে জড়িয়ে ধরছেন। একে অপরের সঙ্গে হাত মিলিয়ে, জড়িয়ে ধরে কিছু কথা বলছেন।এই ছবিটা আশা করেননি অনেকে। কারণ দুই তারকার মধ্যে বিবাদের জল অনেক দূর গড়িয়েছিল। ফলে এই ছবি দেখার পর সমর্থকরা কিছুটা হতবাক হয়ে গিয়েছিলেন। তবে অনেকে তাঁদের স্পোর্টসম্যান স্পিরিট দেখে বেশ খুশি হয়েছেন। সেই গ্যালারি থেকেই নবীন উল হককে স্বাগত জানায় সমর্থকরা।

ম্যাচের পর কোহলির প্রশংসা করলেন সেই নবীন। ম্যাচের পর কী কী কথা হয়েছিল বিরাটের সঙ্গে সেই প্রসঙ্গে আফগান তারকা বলেন, বিরাট খুব ভালো এবং একজন ভালো খেলোয়াড়, আমরা হাত মিলিয়েছি। যা হয় সব মাঠের মধ্যে, মাঠের বাইরে কিছু নয়। লোকজন এটাকে বড় করে দেখায়। নিজেদের ফলোয়ারের সংখ্যা বাড়ানোর চেষ্টা করে। কোহলি আমাকে বলল পুরনো সব জিনিস ভুলে যেতে। আমিও বললাম, সব ভুলে গিয়েছি।

গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনৌ সুপার জায়ান্ট ম্যাচে কী ঘটনা ঘটেছিল তা সমর্থকদের মনে আজও টাটকা। ঘটনায় শাস্তি পেতে হয়েছিল বিরাট কোহলি ও নবীন উল হককে। যদিও নবীন উল হক ও বিরাট কোহলির দ্বন্দ্বের আর এক চরিত্র হল ভারতের প্রাক্তন তারকা গৌতম গম্ভীর। সমালোচকেরা বলেন গম্ভীরই সেই ঝামেলায় অনুঘটকের কাজ করেছিলেন। অনেকেই অপেক্ষা করে আছেন বিরাট ও নবীনের এই হাত মেলানোর ছবি দেখে কী বলবেন তিনি। অবশেষে তিনি মুখ খুললেন, বললেন দিল্লিতে যেটা হল, সেটাই প্রত্যশিত ছিল। সেটাই স্বাভাবিক।

দুই তারকার মানসিকতার প্রসংশা করলেও দিল্লির দর্শকদের এদিন ছেড়ে কথা বলেননি গম্ভীর। প্রাক্তন কেকেআর অধিনায়কের বক্তব্য, যেভাবে দিল্লির দর্শকরা নবীনকে বারবার উত্যক্ত করার চেষ্টা করেছেন, সেটা মোটেই সমর্থনযোগ্য নয়। যদিও একটা সময় বিরাট কোহলিও সমর্থকদের এইভাবে নবীনকে কটুক্তি করতে নিষেধ করেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version