WPL: ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে মহিলা প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠিত হতে পারে: সূত্র

।। প্রথম কলকাতা ।।

 

আগামী ১১ বা ১৩ ফেব্রুয়ারি নয়াদিল্লি বা মুম্বাইতে অনুষ্ঠিত হতে পারে প্রথম মহিলা প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) নিলাম পর্ব। সূত্র মারফত এমনটাই জানা গেছে। বিসিসিআই চলতি সপ্তাহে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে৷ বিসিসিআই প্রাথমিকভাবে ৬ ফেব্রুয়ারি মুম্বাইতে নিলামের আয়োজন করার পরিকল্পনা করেছিল। জানা গেছে বিসিসিআই দুটি কারণে সেই পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হয়েছিল।

 

প্রথমত, পাঁচটি ডব্লিউপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের বেশিরভাগই সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগ এবং দক্ষিণ আফ্রিকার দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের ক্লাবগুলির মালিক। উভয় লিগেই যথাক্রমে ১১ এবং ১২ ফেব্রুয়ারিতে ফাইনাল অনুষ্ঠিত হবে। আদানি গ্রুপের ক্রীড়া বিভাগ (আদানি স্পোর্টসলাইন) আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি জিতেছে। ক্যাপ্রি গ্লোবাল একটি নন-ব্যাংকিং আর্থিক সংস্থা। তাঁরা লখনউ ফ্রাঞ্চাইজি জিতেছে।

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগে চারটি মহিলা প্রিমিয়ার লিগ ফ্র্যাঞ্চাইজির আবাসস্থল। সেগুলি হল এমআই এমিরেটস, দুবাই ক্যাপিটালস, গাল্ফ জায়ান্টস (আদানি) এবং শারজাহ ওয়ারিয়র্স (ক্যাপ্রি)। দক্ষিণ আফ্রিকার-এর দলগুলি মুম্বাই এবং ক্যাপিটালস মালিকদের দ্বারা পরিচালিত হয়। সেগুলি হল এমআই কেপটাউন এবং প্রিটোরিয়া ক্যাপিটালস।

 

দ্বিতীয়ত, দলগুলোর তাদের কোচিং স্টাফ তৈরির জন্য অপর্যাপ্ত সময়। যা নিলামে খেলোয়াড় বাছাই করার সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই মনে করা হচ্ছে যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি বিসিসিআইকে ৬ ফেব্রুয়ারি নিলাম স্থগিত করার আবেদন জানায়।

 

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে উদ্বোধনী মহিলা প্রিমিয়ার লিগ মরসুমের প্রস্তুতির জন্য পাঁচটি সদ্য প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজিকে এক মাস সময় দেওয়া হয়েছে। যা ৪ থেকে ২৪ মার্চ পর্যন্ত চলবে বলে আশা করা হচ্ছে।

Exit mobile version