Rupam Islam-Somak: ‘আজও কি ওই স্টেটাস দেওয়া হবে?’ আর জে সোমককে পুরনো কথা স্মরণ করালেন রূপম পত্নী

।। প্রথম কলকাতা ।।

Rupam Islam-Somak: বিগত বেশ কয়েকদিন ধরে তাঁর কলকাতায় (Kolkata) আসা নিয়ে সকলের মধ্যে উচ্ছ্বাস ছিল চরমে। এর পর ১৮ ফেব্রুয়ারি তাঁর কনসার্টে মানুষের উপচে পড়া ভিড় নজরে এসেছে। আর সেই কনসার্টে রূপম ইসলামকে (Rupam Islam) ট্রিবিউট দিয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)। যা নিয়ে জোর কদমে চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। সেই মুহূর্তের নানা ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেট মাধ্যমে। সকলেই তাঁদের যুগলবন্দি নিয়ে কথা বলছে। কিন্তু তারই মাঝে মাস কয়েক আগের হওয়া এক কনসার্টের কথা উঠে এসেছে। সেই কথা মনে করিয়েছেন রূপম-পত্নী। উল্লেখ্য, গায়ককে নিয়ে দর্শকদের মাতামাতি করার কথা বলেছেন রূপসা দাশগুপ্ত (Rupsha Dasgupta)। যার জেরে সংবাদপত্রের শিরোনাম হয়ে উঠেছেন আর জে সোমক।

কিন্তু এসবের মাঝে আর জে সোমক (Somak Ghosh) কী করে সংবাদপত্রের শিরোনাম হলেন? কী এমন করেছেন তিনি?

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরের শেষের দিকে ইকো পার্কে (Eco Park) একটি কনসার্ট হয়েছিল। শ্রেয়া ঘোষাল, অনুপম রায়, ফসিলস এবং অর্ণব ছিলেন। শোনা গিয়েছিল, অর্ণবের পারফরম্যান্সের সময় ফসিলস-এর ভক্তদের কারণে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। কটাক্ষের মুখে পড়তে হয়েছে রূপম এবং তাঁর স্ত্রী রূপসাকে। সেসময় ফেসবুকে এই বিষয় নিয়ে নানা আলোচনা হয়েছে। এমনকি সেই আলোচনার অংশ নিয়েছিলেন আর জে সোমকও। কী হয়েছিল ঘটনাটা?

রূপসা দাশগুপ্ত ফেসবুকে লিখেছেন, ‘গড, ভগবান, দেবতা এগুলো বলা কি কোনও অন্যায়ের? সেইসঙ্গে অরিজিৎ-এর (Arijit Singh) সঙ্গে একটি ফোন কলের কথা বলেছেন তিনি। তাঁর কথায়, ফোনে অরিজিৎ রূপমকে ভগবান বলেছিলেন। তাই বলে কি রূপম সত্যিই ভগবান! সেপ্টেম্বরের ওই কনসার্টে এরকমই রূপমকে ভগবান বা দেবতা ভাবা কিছু লোক গিয়েছিল। তার পর অনেক তর্ক-বিতর্ক হয়েছে। এমনকি সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সোমকের কথা উল্লেখ করেছেন তিনি। সেদিন সোমক লিখেছিলেন, ‘দেবতা আর তাঁর ভক্তদের হ্যাজ আর নেওয়া যাচ্ছে না’। এখন রূপম ইসলামের স্ত্রীর বক্তব্য, ‘আজও হ্যাজ চলছে। আজও এই স্টেটাস দেবে তো’। তাঁর বক্তব্য, ফসিলস ফ্যানরা টক্সিক নয়। যাঁরা তাঁদের টক্সিক বলেছেন, তাঁদের মাথা টক্সিক। এদিকে নিজের ভুলের ক্ষমা চেয়ে নিয়েছেন সোমক। রূপমের গানের লাইন ধার করে তিনি লিখেছেন, ‘একটু মজা করেই লিখেছিলাম তখন। তবে সব বিষয় নিয়ে মজা করাটা ঠিক নয়, আবার শিখলাম’।

সেইসঙ্গে লেখার উপরে পাবলিক অ্যাপোলোজি বলে লিখে দিয়েছেন তিনি। একইসঙ্গে ক্ষমা চেয়েছেন ফসিলস ভক্তদের কাছেও। লেখেন, ‘শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না!’ এক কথায় বন্ধুত্বের হাত বাড়িয়েছেন সকলের উদ্দেশে। এদিন অরিজিৎ-এর কনসার্টে রূপমের গান শোনা সকলের জন্য ছিল বাড়তি পাওনা। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখনও ঘুরে বেড়াচ্ছে। সকলেরই বক্তব্য, প্রিয় গায়ক, প্রিয় শহর আর প্রিয় গান একসঙ্গে। এর থেকে ভালো কিছু হতে পারে না। এক কথায় এদিন নতুনের মাঝে পুরনো দিনের কথা স্মরণ করিয়েছেন রূপসা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version