।। প্রথম কলকাতা ।।
Bangladesh: বেশ কিছুদিন আগেই তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছিলেন, ওপার বাংলার প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে হিন্দি চলচ্চিত্র (Hindi Film)। স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা উদ্বোধনের সময় বলেছিলেন, যদি সিনেমা সংশ্লিষ্ট সব মানুষ ও সংগঠন একমত হন, তাহলে সিনেমা হলে হিন্দি চলচ্চিত্র মুক্তি পেতে কোনও আপত্তি থাকবে না। এবার সেই হিন্দি চলচ্চিত্র প্রদর্শনে বেশ কিছু শর্ত দিয়েছে পরিচালকদের সংগঠন। ‘প্রথম আলো’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরিচালকসমিতির পক্ষ থেকে দেওয়া শর্তে বলা হয়েছে, মাসের প্রথম দুই সপ্তাহে হিন্দি ছবি চালানো যাবে না। পাশাপাশি আরও কিছু শর্ত রয়েছে। সেগুলি কী? বলা হয়েছে-
- বছরের দুই ঈদে মুক্তি পাবেনা কোনও হিন্দি ছবি।
- বছরে ৬টি অথবা ১০টি ছবি আসতে পারে।
- হিন্দি সিরিয়াল আমদানির মেয়াদকাল হবে দুই বছর।
উল্লেখ্য, মঙ্গলবার এফডিসির পরিচালক সমিতির কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আরও কিছু শর্ত দেওয়া হয়েছে বাংলাদেশে (Bangladesh) হিন্দি চলচ্চিত্র আনার ক্ষেত্রে। গত মাসের শেষে মুক্তি পেয়েছে ‘পাঠান’ (Pathaan)। শুধু দেশেই নয় বিদেশেও সাড়া ফেলেছে এই ছবি। আর ঠিক এই সময় বাংলাদেশে হিন্দি ছবি মুক্তির বিষয়টি নিয়ে আলোচনা চলছে। চুক্তির আওতায় এই ছবিটি পেক্ষাগৃহে মুক্তি প্রসঙ্গে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট সাফটা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে বারবার আবেদন জানিয়েছে। কিন্তু তা এখনও ঝুলে রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ জানিয়েছেন, ‘পাঠান’ নিয়ে আলাদা করে কোনও মিটিং হয়নি। হিন্দি ছবি আমদানির পুরো প্রক্রিয়াটি নিয়ে কথা হয়েছে। ভারতীয় হিন্দি ছবি চলবে কি চলবে না, এই ব্যাপারে সবার মতামত চাওয়া হয়েছিল। আগের কিছু শর্তের সঙ্গে বর্তমানে আরও কিছু শর্ত যোগ করা হয়েছে। মিটিংয়ের সিদ্ধান্ত খুব শীঘ্রই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে পাঠানো হবে। তাঁর বক্তব্য, ‘আমি নিজে বিশ্বাস করি হিন্দি সিনেমার দরকার রয়েছে। যদি যুব সমাজকে এই মুহূর্তে সিনেমা হলে না ঢোকানো যায়, তাহলে ক্ষতি হয়ে যাবে। আর দায়ী থাকবে নীতিনির্ধারকেরা, প্রজন্ম তাঁদেরকে দায়ী করবে। সিনেমা হল বাঁচাতে হিন্দি ছবির প্রয়োজন। এর মধ্যে কোনও দ্বিধা নেই’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম