IPL 2023: চোট পেয়ে ছিটকে গেছেন উইল জ্যাকস, বদলি হিসেবে মাইকেল ব্রেসওয়েলের নাম ঘোষণা আরসিবির

।। প্রথম কলকাতা ।।

 

IPL 2023: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৩-এ আহত উইল জ্যাকসের বদলি হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)-এ যোগ দিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল (Michael Bracewell)। বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সময় আঘাতের কারণে বাদ পড়েছিলেন উইল জ্যাকস। ব্রেসওয়েল ১ কোটি টাকা বেস প্রাইস দিয়ে আরসিবিতে যোগ দেবেন।

চলতি বছরের শুরুতে ভারতে ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার নেওয়ার পর ব্রেসওয়েলের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ১১৭ টি-টোয়েন্টিতে ব্রেসওয়েল ৩০.৮৬ গড়ে এবং ১৩৩.৪৮ স্ট্রাইক-রেটে ২২৮৪ রান করেছেন। তার নামের পাশে রয়েছে একটি সেঞ্চুরি এবং ১৩টি হাফ সেঞ্চুরি। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে তার দখলে রয়েছে ৪০টি উইকেট।

 

আইপিএল মিডিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, “রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৩-এর জন্য ইংল্যান্ডের ব্যাটার উইল জ্যাকসের বদলি হিসেবে নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েলকে সই করেছে। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া জ্যাকসকে ফ্র্যাঞ্চাইজি ৩.২ কোটি টাকায় কিনেছিল। ব্রেসওয়েল ১ কোটি টাকার বেস প্রাইস মূল্যে আরসিবি-তে যোগ দেবেন।”

 

চলতি বছরের জানুয়ারিতে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন ব্রেসওয়েল। ৭৮ বলে ১২টি চার ও ১০টি ছক্কায় ১৪০ রান করেন বাঁহাতি এই ব্যাটার। ব্রেসওয়েল টি-টোয়েন্টি সিরিজে ব্ল্যাক ক্যাপদের পক্ষেও শীর্ষস্থানীয় উইকেট শিকারী ছিলেন। কারণ তিনি ৫.৭৭ ইকোনমি রেটে পাঁচটি উইকেট নিয়েছিলেন। গত বছর জুলাইয়ে, ব্রেসওয়েল টিম সাউদি এবং জ্যাকব ওরামের পর তৃতীয় নিউজিল্যান্ড বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছিলেন।

Exit mobile version