Shubman Gill: কেন ৭৭ নম্বর জার্সি পড়েন শুভমান গিল? ফাঁস রহস্য

।। প্রথম কলকাতা ।।

Shubman Gill: ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা তিনি। বাইশ গজে নিজের ক্যারিশ্মার জন্য একাধিক বার শিরোনামে উঠে এসেছেন শুভমান গিল। অধিনায়ক রোহিত শর্মার তুরুপের তাস তিনি। পঞ্জাবতনয় শুভমন এখন প্রিন্স অফ ইন্ডিয়ান ক্রিকেট নামে খ্যাত। যদিও চলতি বিশ্বকাপে নিজের ছন্দ এখনও খুঁজে পাননি ভারতের তরুণ ওপেনার। তবে তিনি ছন্দে না থাকলেও ভারতীয় দল তার উপর আস্থা হারায়নি। কিন্তু একটা বিষয় জানেন কী? শুভমান গিল কেন ৭৭ নম্বর জার্সি পড়ে খেলেন। সেই রহস্য ফাঁস করলেন শুভমান গিল স্বয়ং। অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলার সময় থেকেই তিনি ৭৭ নম্বর জার্সি পরে খেলে থাকেন। এখনও সেই একই নম্বর তাঁর পিঠে শোভা পায়।

শুভমান বলেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় আমি ৭ নম্বর জার্সি চেয়েছিলাম। ওটা আমার শুভ সংখ্যা। কিন্তু সেটা পাইনি। তাই ৭-এর পিছনে আরও একটা ৭ লাগিয়ে নিয়েছিলাম। তারপর থেকেই ৭৭ নম্বর জার্সি পরে খেলেন শুভমান গিল। যদিও ভারতীয় দলে ৭ নম্বর জার্সি পরে খেলতে দেখা যেত মহেন্দ্র সিং ধোনিকে। ভারতের তরুণ ওপেনার এখন মগ্ন বিরাট কোহলিতে। তাঁর প্রিয় ক্রিকেটার কিং কোহলি। কিন্তু শচীন টেণ্ডুলকর তাঁর আদর্শ। ছোটবেলা থেকে তিনি শচিন টেন্ডুলকরকে দেখেই ক্রিকেট খেলতে এসেছিলেন।

বিরাট পরবর্তী ভারতীয় ক্রিকেটে শুভমনের দিকেই তাকিয়ে সমর্থকেরা। যে কারণে বিরাটকে রাজা এবং শুভমনকে রাজপুত্র বলে ডাকা হয়। যার প্রমাণও দিয়েছেন তিনি। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে অভিষেক হয়েছিল গিলের। এরপর ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে টেস্ট ডেবিউ হয় গিলের। চলতি বছর ব্যাট হাতে স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। ভারতের তরুণ ব্যাটার শুভমন গিল এক ক্যালেন্ডার বর্ষে টেস্ট, একদিবসীয়, টি-২০ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন। গত এশিয়া কাপে সবথেকে বেশি রান করেছেন গিল। তিনি ৩০২ রান করেন। গড় ৭৫.৫।

প্রসঙ্গত, চলতি বিশ্বকাপ চলকালীন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন শুভমান গিল। সেখান থেকে সুস্থ হয়ে পাকিস্তান ম্যাচ থেকে দলে কামব্যাক করেন তিনি। ছন্দে থাকলেও এখনও গিলের ব্যাটে বড় রান আসেনি। আগামি ম্যাচগুলিত নিজের সেরাটা দিতে মরিয়া তরুণ ওপেনার। এখনও পর্যন্ত চারটি ইনিংস থেকে গিলের সংগ্রহ ১০৪ রান। ছয় ম্যাচের ছয়টি জিতে সেমিফাইনালের রাস্তা প্রায় পাকা করে ফেলেছে ভারত। সেমিফাইনালের আগে ফর্মে ফিরলে আখেরে লাভ হবে ভারতেরই। তবে হাতে এখনও বেশ কয়েকটি ম্যাচ রয়েছে গিলের। সেই ম্যাচগুলোয় গিল যে ঝড় তুলবেন না, তা কে বলতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version