কেন হুট করে বন্ধ হয়ে যায় সিরিয়াল? চ্যানেল হেডরা দর্শকদের পালস বোঝেন কি করে! জানুন আজই

।। প্রথম কলকাতা ।।

আপনাদের নিশ্চয়ই মনে আছে, আগে এক একটা সিরিয়াল চলতো বছরের পর বছর। এখন হুট করে বন্ধ হয়ে যায় ধারাবাহিক। তাতে মন ভাঙে অভিনেতা অভিনেত্রীদের। কাজ হারান ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অন্যান্যরা। অনেকেই বলেন, সবই আসলে টিআরপির খেলা। টিআরপি বাড়লে সিরিয়াল চলবে। নচেৎ নয়। কিন্তু চ্যানেল হেডরা এই কঠিন সিদ্ধান্ত নেন কিভাবে? কি করে তাঁরা বোঝেন, কোন সিরিয়াল জনপ্রিয় হবে, তা কত দিন চলবে?

কিংবা ধরুন, একটা সিরিয়াল দর্শকদের মনে ধরছে কিনা সেটাই বা কিভাবে জানতে পারেন তাঁরা?সিরিয়াল দেখতে দেখতে আপনার মনে হয়, এটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিংবা এইদিকটায় আরও জোর দেওয়া উচিত ছিল। বা গল্পের মধ্যে এই এই প্রশ্নের উত্তর মিলছে না। অনেক সময় মনে হয় না, এটা খুবই একঘেয়েমি লাগছে? মনে হয় তো! আপনাদের সেই মনের কথা কি জানতে পারেন চ্যানেলের কর্তারা? আচ্ছা বলুন তো, কাদের কথা মাথায় রেখে তৈরি করা হয় সিরিয়াল?এসব প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারবেন চ্যানেল হেডরাই। চলুন এই প্রতিবেদনে দেখে নিই সেসবের খুঁটিনাটি।

একটা কথা সবসময় মাথায় রাখবেন, সবার আগে দর্শক।দর্শকরা দেখেন বলেই সিরিয়ালের এতো রমরমা। তাই সব সিরিয়ালই তৈরি হয় দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই। জি বাংলার কথাই ধরা যাক। বিনোদন চ্যানেল হিসেবে ভীষন জনপ্রিয় জি বাংলা। দাদাগিরি থেকে শুরু করে দিদি নাম্বার ওয়ান কিংবা ডান্স বাংলা ডান্স রাজ করে চলেছে বছরের পর বছর ধরে। এছাড়াও রয়েছে জনপ্রিয় সব সিরিয়াল। তবুও হঠাৎ করে বন্ধ করে দিতে হয় সিরিয়াল। এর পেছনে রহস্য কি? কি বলছেন দেখুন, জি বাংলার জোনাল হেড সম্রাট ঘোষ। প্রতিটি সিরিয়ালের ওপর বিশেষ নজর থাকে তাঁদের।

কে কোন সিরিয়াল বা শো দেখবেন তা ভাগ করে নেন তাঁরা। তবে নতুন যেসব শো লঞ্চ হয়, তার সবদিক একটা টিম হিসেবে সকলে মিলে খুঁটিয়ে দেখেন, বিশ্লেষন করেন তার ভালো মন্দের। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব মাধ্যমে দর্শকদের মতামতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন চ্যানেল কর্তারা। সিরিয়ালের ভালোমন্দের ব্যাপারে সরাসরি দর্শকদের সঙ্গে কথা বলেন তাঁরা। এটা ঠিক যে, সিনেমা রিলিজ হয়ে যাওয়ার পর ভুল শুধরে নেওয়ার সুযোগ নেই। দর্শকের মন বুঝে ভুলত্রুটি ঠিক করে নেওয়া যায় টেলি ধারাবাহিকে। সেই চেষ্টাও চলে। তারপরও জনপ্রিয় না হয়ে উঠতে পারলে বন্ধ হয়ে যায় সেই সিরিয়াল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version