IND vs SL: শেষ ওভারে অক্ষর কেন? জানিয়ে দিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া

।। প্রথম কলকাতা ।।

 

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে শুরু করেছে ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ২ রানে লঙ্কানদের পরাজিত করেছে হার্দিকব্রিগেড। ভারতের দেওয়া ১৬২ রানের লক্ষ্যমাত্রা তুলতে শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১৩ রান। আশ্চর্যজনকভাবে শেষ ওভারে স্পিনার অক্ষর প্যাটেলকে বল দেওয়ার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। তবে অধিনায়কের সিদ্ধান্তের আস্থা রেখেছেন অক্ষর প্যাটেল।

 

অনেকেই বলছেন হার্দিকের এই সিদ্ধান্ত যথেষ্ট চমকপ্রদ ছিল। অক্ষর প্যাটেলের এটি ছিল তৃতীয় ওভার। তার আগের দুই ওভারে প্রচুর রান দিয়েছিলেন অক্ষর। তবুও ভরসা করে তাঁর হাত বল তুলে দেন হার্দিক। নিজে বল করতেও আসতে পারতেন। কিন্তু সামান্য চোট থাকায় সেই ঝুঁকি তিনি নেননি। শেষ ওভারে বল করতে এসে প্রথম বলেই ওয়াইড করেন ভারতীয় এই স্পিনার। দ্বিতীয় বলে এক রান নেন কাসুন রঞ্জিতা। তৃতীয় বলে ডট দেন অক্ষর। চতুর্থ বলে ছক্কা মারেন চামিকা করুণারত্নে। ছক্কা খাওয়ার পরেই কপালে চিন্তায় পড়ে যায় ভারতীয় শিবির।

 

শেষ তিন বলে শ্রীলঙ্কার প্রয়োজন পড়ে ৫ রান। এরপরই ম্যাচের রঙ বদলে দেন অক্ষর প্যাটেল। পঞ্চম বলে করেন ডট বল। ষষ্ঠ বলে রান আউট হন কাসুন রঞ্জিতা। শেষ বলে শ্রীলঙ্কার প্রয়োজন পড়ে ৪ রান। স্ট্রাইকে ছিলেন করুণারত্নে। তবে শেষ বলে শ্রীলঙ্কান ব্যাটারকে বড় রান খেলতে দেননি অক্ষর। দুই রান নিতে গেলে রান আউট হন করুণারত্নে। ভারত জয় ছিনিয়ে নেয় দুই উইকেটে।

 

শেষ ওভারে অক্ষর প্যাটেলকে বল দেওয়ার প্রসঙ্গে হার্দিক ম্যাচ শেষে বলেন, “আমি ইচ্ছাকৃতভাবে এই দলকে কঠিন পরিস্থিতিতে ফেলতে চাই, কারণ এটি আমাদের বড় ম্যাচ এবং কঠিন পরিস্থিতিতে অনেক সাহায্য করবে। দ্বিপাক্ষিক সিরিজে আমরা খুব ভালো। আমরা ভবিষ্যতেও এভাবে নিজেদের চ্যালেঞ্জ করতে যাচ্ছি।”

 

এদিনের ম্যাচে তরুণ তারকাদের মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স করেন দেশের জার্সিতে অভিষেক হওয়া পেসার শিবম মাভি। অধিনায়ক ফাস্ট বোলারের ভূয়সী প্রশংসা করেন। প্রথম টি-টোয়েন্টি সফরে ২২ রানে ৪ উইকেট তুলে নেন মাভি।

Exit mobile version