Sohag Jol: কেন বন্ধ হল “সোহাগ জল”? কারণ ফাঁস করলেন পর্দার সাম্য

।। প্রথম কলকাতা ।।

Sohag Jol: সোহাগ জলের শেষ শ্যুটিং হয়ে গেল চোখে জল জুঁই থেকে পর্দার বেণী। সোহাগ জল আপনি কী দেখতেন ? সিরিয়ালের দুনিয়ায় যেন শনির দশা! কবে টিভির পর্দায় শেষ দেখা যাবে জুঁই-শুভ্রকে? এবার শ্বেতার পরের কাজ কী? সোহাগ জলের ভরাডুবির আসল কারণ জানেন? ২০২২- এর ডিসেম্বর মাসে জি বাংলায় শুরু হয়েছিল জনপ্রিয় ধারাবাহিক সোহাগ জল। শ্বেতা ভট্টাচার্য আর হানি বাফনার যুগলবন্দি বাঙালি দর্শকের মন প্রথমেই জিতে নিয়েছে। কিন্তু এতদিন ধরে যে অভিনেত্রী একের পর এক হিট দিয়েছেন, যাঁর ধারাবাহিক মাস কেন বছরের পর বছর চলেছে সেই শ্বেতা ভট্টাচার্যের সোহাগ জল কিনা বন্ধ। এ যেন বিশ্বাসই হচ্ছে না দর্শকদের। কিন্তু কমাস যেতে না যেতেই এমন কী হল? সেই গোপন খবর ফাঁস করলেন সাম্য ওরফে ইন্দ্রজিৎ মজুমদার।

সোমবার শুটিং শেষ হল সোহাগ জলের। এই ধারাবাহিকের শেষ দিনে সকলে শেষবারের মতো একসঙ্গে হলেন। একসাথে কাজ করতে করতে যেন পরিবার হয়ে যায়। তাই শ্যুটিংয়ের শেষদিনে মনভার সকলের। কেঁদে ফেললেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। একের পর এক ধারাবাহিক বন্ধ হয়ে চলেছে। সোহাগজলের ভরাডুবির কারণটা কী? জুঁই-শুভ্রর অন স্ক্রিন রসায়ন কিন্তু প্রথমদিকে দর্শক বেশ উপভোগ করেছে। পারিবারিক জটিলতা, বৈবাহিক জীবনে সম্পর্কের টানারপোড়েনের কাহিনি অবলম্বেনে একেবারে পারফেক্ট ফ্যামিলি ড্রামা ছিল সোহাগ জল। কিন্তু হঠাৎ সেই জার্নি থমকে গেল কেন? সেই কারণ প্রথম কলকাতাকে জানালেন অভিনেতা ইন্দ্রজিৎ মজুমদার। “সোহাগ জল সাত থেকে আট মাস চলেছে, মাঝে এক মাসের গ্যাপ নিয়ে যদি সোহাগ জল আবার ফিরে আসে। তাহলে হয়তো আরো বেশি ভালো লাগত দর্শকদের! OTT- র যুগে প্রতিদিন নতুন নতুন কনটেন্ট আসছে, পাঁচ দিন কোন সিরিয়াল ভালো না লাগলে ছয় দিনে আর দেখবে না!”,প্রথম কলকাতাকে সোজাসাপ্টা উত্তর ইন্দ্রজিতের। সাম্যর কথায়,” আগামী দু বছরে হয়তো মেগাসিরিয়ালের সংজ্ঞাটাই বদলে যেতে পারে”।

টানটান পারিবারিক ড্রামা বেশ পছন্দ করেন দর্শকরা। সেটাই টিআরপি তালিকায় তলানিতে এসে ঠেকে। অনেকেই বলছেন যমুনা ঢাকির পর শ্বেতাকে এই সিরিয়ালে ঠিক মানায়নি সত্যিই কী তাই ? আসলে যমুনা ঢাকিতে যে প্রতিবাদী চরিত্রে শ্বেতাকে দেখা গিয়েছিল সোহাগ জলেও তাঁকেই খুঁজছিলেন দর্শকরা।

জুলাইয়ের প্রথম সপ্তাহেই শেষ সম্প্রচার হবে। যদিও শ্বেতা এরপর নিজেকে সময় দেবেন বলেই জানিয়েছেন।কিছুদিন আগেই নাকি তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আগে পুরোপুরি সুস্থ হতে চান তারপর কাজে ফিরবেন। সাম্প্রতিককালে বেশ কিছু ধারাবাহিক অল্প কয়েক দিনের মধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। সোহাগ জলও সেই তালিকায় নাম লেখাল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version