Shoaib Akhtar: ‘গ্যাংস্টার’-এ কঙ্গনার বিপরীতে শোয়েব ! নায়ক হতে গিয়েও কেনো হলেন না?

।। প্রথম কলকাতা ।।

Shoaib Akhtar: শোয়েব আখতারের (Shoaib Akhtar)
সঙ্গে দেখা করে স্ক্রিপ্ট শোনাতে পাকিস্তানে গিয়েছিলেন সিনেমার প্রযোজক মুকেশ ভাট (Mukesh Bhatt)। কিন্তু  তাঁর সঙ্গে দেখা করেও শেষমেশ প্রস্তাব গ্রহণ করেননি শোয়েব।

মাঠে ব্যাটসম্যানদের ত্রাস ছিলেন তিনি। বল হাতে ছুটে এলে হাঁটু কাঁপত অনেকেরই। সেই পাকিস্তানি (Pakisthani) জোরে বোলার কাঁপিয়ে দিতে পারতেন বড় পর্দাও। কঙ্গনা রানাউতের বিপরীতে নায়কের ভূমিকায় দেখা যেতে পারত তাঁকে। কী ভাবে? পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, অধুনা ধারাভাষ্যকার শোয়েব আখতার ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড ছবি ‘গ্যাংস্টার’-এ (Gangster) নায়কের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন।

কিন্তু শেষ পর্যন্ত ছবিতে (Movie) অভিনয় করার সুযোগ হয়নি শোয়েবের। আহুজা লিড রোলে অভিনয় করেছিলেন। শোয়েবের দাবি অনুযায়ী, শাইনির রোলটাই তাঁকে দেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু শোয়েবের এমন দাবির পর ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। শুরু হয় তাঁকে নিয়ে ট্রোলিং। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা শোয়েবকে পালটা প্রশ্ন করেন, ”প্রস্তাবই যখন পেয়েছিলে, তখন অভিনয় করলে না কেন?”

বলিউডের সিনেমা খুব জনপ্রিয় পাকিস্তানে (Pakisthan)। পাক ক্রিকেটাররাও পছন্দ করেন শাহরুখ খান, সলমন খানের ছবি। শোয়েব আখতারও বলিউডি ছবির ভক্ত। গতবছরই শোয়েব আখতার জানিয়েছিলেন তাঁর বায়োপিক তৈরি হচ্ছে। কিন্তু শোয়েবের সঙ্গে তাঁর বায়োপিকের প্রযোজকদের সমস্যা তৈরি হওয়ায় সেই ছবি হয়তো আর দিনের আলো দেখবে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version