Pooja Bhatt: পূজা ভাটকে কেন নিজের ভাইয়ের বউ করতে চাননি সালমান খান? জানুন সত্যিটা

।। প্রথম কলকাতা ।।

Pooja Bhatt: পূজা ভাটকে কেন নিজের ভাইয়ের বউ করতে চাননি সালমান খান? পরিবারে সালমানের কথাই শেষ কথা। ভাইয়ের প্রেম ভাঙার পিছনে আসল দোষী বলিউডের ভাইজান? সালমানের জন্যই বালিশে মুখ গুঁজে চোখের জল ফেলেছিলেন সোহেল-পূজা। তাঁদের প্রেমের অধুরা কাহিনি। ভাইজান নিজের ভাইয়ের সম্পর্কের মাঝে ভিলেন ছিলেন কেন? সব কিছু ঠিকঠাক ঠিক থাকলে বলিউডের ভাইজান সালমান খানের ভাইয়ের বউ হতেন মহেশ ভাটের কন্যা পূজা ভাট। কিন্তু খান পরিবারের পুত্রবধূ হওয়া হয়নি পূজার। পূজার স্বপ্ন ভেঙে দিয়েছিলেন কি সালমান খান নিজেই?

রুপোলি দুনিয়ার তারকাদের রঙিন জীবনের পিছনে থাকে অজানা অন্ধকারের ছায়া হাজার ফ্ল্যাশবাল্বের ঝলকানির মাঝে চাপা পড়ে যায় সেই তাঁদের জীবনের দুঃখের কাহিনী। আপনজনও হয়ে উঠে চরম শত্রু কিন্তু নিজের ভাইয়ের সঙ্গে এরকম কী করে করতে পেরেছিলেন ভাইজান? সালমানের একটুও কষ্ট হল না? ড্যাডি ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেছিলেন মহেশ কন্যা পূজা ভাট সালমান খানের ভাই সোহেল খানের সঙ্গে সম্পর্কে ছিলেন পূজা ভাট। কিন্তু ভাইজানের কি কখনও পছন্দ ছিল না তাঁকে নিজের অপছন্দের কারণেই ভাইয়ের বিয়েটা হতে দেননি? সীমা খানের সঙ্গে বিয়ের আগে সোহেল খানের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন পূজা
শুধু তাই নয় এক সময় তাঁরা বিয়ের প্ল্যানিংও করেছিলেন। সোহেল খানের সঙ্গেই সংসার পাতার স্বপ্ন ছিল পূজার। কারোর জন্য কম্প্রোমাইজ করতে রাজি ছিলেন না মহেশ কন্যা। কিন্তু সেই প্রেমের মাঝে ভিলেন ছিলেন সোহেলের ভাই সালমান এমনই গুঞ্জন বলিপাড়ায়। এক সাক্ষাৎকারেই পূজা ফাঁস করেছিলেন আসল সত্যিটা। দুজনের সম্পর্কের কথা জানতে পেরে পূজার সঙ্গে ছেলের বিয়ে দেবেন বলে তৈরি ছিলেন সলিম খানও। দুই পরিবারের একে অপরের বাড়িতে আনাগোনাও ছিল। প্রকাশ্যে একে অপরের হাত ধরে সোহেল ও পূজাকে মুম্বইয়ের রাস্তায় ঘুরতেও দেখা যেত কিন্তু ওই সালমানের কথাই যে শেষ কথা।

সেসময় সোহেলের সঙ্গে তাড়াতাড়ি বিয়ে সেরে ফেলতে চাইছিলেন পূজাও। কিন্তু সোহেল বার বার বিয়ে পিছিয়ে দিচ্ছিলেন় তাতেই মনে সন্দেহ জেগেছিল মহেশ ভাট কন্যার। কারণ তার সঙ্গে বরাবর একটু দূরত্ব বজায় রাখতেন সালমান। পূজাকে ঠিক কোন কারণে পছন্দ ছিল না ভাইজানের? পূজা বারবার প্রশ্ন করেও কোনও উত্তর পাননি সোহেলের থেকে। সোহেলের নাকি দাবি ছিল যত ক্ষণ না নিজেকে পরিচালক হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেন তত দিন তিনি বিয়ে করবেন না। পূজা সাক্ষাৎকারে জানিয়েছিলেন একটা ছবি ঘিরে দ্বন্দ তৈরি হয়েছিল যার প্রভাব পড়েছিল সম্পর্কে। এমনকী সালমানের জন্যই তাঁদের পথ আলাদা হয়েছিল। সে কথা ইঙ্গিতে দাবি করেন মহেশ কন্যা।

সীমা খানের সঙ্গে নতুন জীবন শুরু করেন সোহেল। যদিও সেই সম্পর্কও টেকেনি। অন্যদিকে ২০০৪ সালে মণীশ মাখিজার সঙ্গে বিয়ের বন্ধনে বাঁধা পড়েছিলেন পূজা। ২০১৪-তে সেই সম্পর্কও ভেঙে যায়। হয়তো সোহেল সঙ্গেই ভালো থাকতেন পূজা। কিন্তু ভাগ্য তাঁদের এক হতে দেয়নি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version