Anindya Chatterjee: ‘কাঁচা বাংলায় খিস্তি খেতেও ভালো লাগে’, সোশ্যাল মিডিয়ায় হঠাৎ কেন লিখলেন অনিন্দ্য?

।। প্রথম কলকাতা ।।

Anindya Chatterjee: বাংলা ভাষা নিয়ে মোদের গর্বের শেষ নেই। মোদের এই ভাষা আত্মত্যাগের, বলিদানের ভাষা। এই ভাষার আন্তর্জাতিক আঙ্গিনায় স্বীকৃতি পাওয়ার পেছনে রয়েছে অনেক বড় ইতিহাস। যার সঙ্গে জড়িয়ে রয়েছে ওপার বাংলার স্বপ্ন, জন্ম এবং ঐতিহ্যের নানা কথা। এক কথায় সবকিছু মিলিয়ে পালন করা হয় এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day)। সাল ১৯৪৭-এর নভেম্বর-ডিসেম্বরে ভাষা-বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে ১৯৪৮-এর মার্চে এই নিয়ে বিক্ষোভ হলেও তা চরম আকার ধারণ করে নি। ১৯৫২-র ২৭ জানুয়ারি ঢাকার পল্টন ময়দানের এক জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের ভাষণে উর্দুকে রাষ্ট্রভাষা করার দাবি উঠলে ছাত্ররা ধর্মঘটে নামে। সভা, মিছিল, সমাবেশ নিষিদ্ধ করতে জারি হয় ১৪৪ ধারা। কিন্তু তাতেও প্রতিবাদ থামেনি। অবশেষে সরকারকে মাথা নোয়াতে হয় ছাত্রদের সামনে। আর এই গৌরবোজ্জ্বল দিনটিকে স্মরণ করে এক অদ্ভুত পোস্ট করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)। কী লিখেছেন অভিনেতা? কী বলেছেন তিনি?

এদিন ফেসবুকে অনিন্দ্য লেখেন, ‘যতই ইংলিশে খিস্তি মারি না কেন কাঁচা বাংলায় খিস্তি খেতেও ভালো লাগে, দিতেও ভালো লাগে। কারণ ভাষাটা বাংলা। আমার ভাষা’। সেই সঙ্গে ব্র্যাকেটে জুড়েছেন, ‘তা বলে আবার কমেন্ট সেকশনে খিস্তিখামারি করে ভোকাবুলারি নষ্ট করবেন না, স্থান, কাল, পাত্র বলে একটা কথা আছে’। অর্থাৎ তাঁর পোস্ট দেখে নেটিজেনদের কমেন্টে খিস্তি দিতে বারণ করেছেন তিনি। এদিন তাঁর পোস্টে হাসির রোল ওঠে। কেউ তাঁর এই পোস্টটি নিয়েছেন বলে জানান। কেউ আবার জিজ্ঞেস করেন, ‘তাহলে কি কানে কানে দেব খিস্তি?’ কেউ বলেছেন, ‘একটা বাংলা খিস্তির রিপোসেটরি বানানো কি যায় না, সাথে ওটার মানে’। এরকমই কমেন্টে ভরে গিয়েছে তাঁর পোস্ট।

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’তে (Gaatchora) রাহুলের চরিত্রে অভিনয় করছেন তিনি। মাঝেমধ্যেই নানা বিষয় নিয়ে নেট দুনিয়ায় নিজের বক্তব্য রেখে থাকেন তিনি। কখনও তাঁর ফেসবুকের (Facebook) পাতায় হেঁয়ালি ভরা পোস্ট নেটিজেনদের আকৃষ্ট করে, কখনও আবার নিজের ফেলে আসা দিনগুলি নিয়ে কথা বলেন অভিনেতা। এদিন সকলের থেকে একটু আলাদাভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বলতে গেলে, মজার ছলেই বাংলা ভাষাকে মনে করেছেন অভিনেতা। যেহেতু তাঁর স্বভাবের সঙ্গে পরিচিত নেট নাগরিকরা, তাই তাঁরাও অভিনেতার পোস্টকে সেভাবেই গ্রহণ করেছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version