।। প্রথম কলকাতা ।।
ফুলকি, জগদ্ধাত্রীর হাড্ডাহাড্ডি লড়াই, আপনার প্রিয় কে? এই সিরিয়ালের কাছে হার মানলেন অপরাজিতা আঢ্য পুরনোদের কাছে নতুনরা ফেলনা! সূর্য- দীপা নাকি সন্ধ্যা -নীল? এই জুটি দেখিয়ে দিল তারাই সেরার সেরা তোমাদের রাণী, জল থই থই ভালবাসা। তবে যতই নতুনরা আসুক না কেন, পুরনোদের টেক্কা দেওয়া বেশ কঠিন।
জগদ্ধাত্রী এবং ফুলকির মধ্যে চলছে সমনে সমানে টক্কর দুই গল্পেই আসছে নিত্যনতুন টুইস্ট। এমনিতেও জগদ্ধাত্রীর গল্প শেষ হলেই শুরু হয় ফুলকির গল্প। তাই ওই এক ঘণ্টা টেলিভিশনের পর্দা থেকে চোখ সরান না অনুরাগীরা। জ্যাস সানাল্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ফুলকি। এতদিন জগদ্ধাত্রীর পরে তৃতীয় স্থানে থাকত ফুলকি কিন্তু চলতি সপ্তাহে ৮.০ নম্বর নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থান দখল করেছে এই দুই সিরিয়াল। কৌশিকী মুখোপাধ্যায়ের বিয়ে নিয়ে তোলপাড় জগদ্ধাত্রী। আর রোহিতের প্রাক্তন স্ত্রী শালিনীর এন্ট্রির পর ফুলকির জনপ্রিয়তা তুঙ্গে। লক্ষ্মী কাকিমা সুপারস্টারের পর শার্লি মোদককে ফের দেখা যাচ্ছে এই ধারাবাহিকে।
কিন্তু সেরার সেরা কে? মিশকা ম্যাজিকে এখন জমে উঠেছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া। সূর্যর স্পার্ম চুরি করে মিশকার মা হওয়ার নাটকের সত্যতা দীপা প্রমাণ করতে পারবে? অনুরাগের ছোঁয়া নিয়ে দর্শকের মনের ভেতর শুরু হয়েছে তোলপাড়। চলতি সপ্তাহে ৯.০ পয়েন্ট নিয়ে ফের বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়া। এদিকে সন্ধ্যাতারাও দেখতে দেখতে নিজের জায়গা নিয়ে নিল। চলতি সপ্তাহে ৭.৬ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান দখল করে নিল সন্ধ্যাতারা। স্বামীর প্রেমিকাকে খুঁজে বার করতে
জান লড়িয়ে দিচ্ছে সন্ধ্যা। তাঁর ছোট বোন তারাকেই যে আসলে ভালোবাসে বর। এই সত্যিটা সামনে এলে কী হাল হবে সন্ধ্যার? যদিও নীল সব লুকিয়ে গেছে। সেই উত্তেজনাতেই জমে উঠেছে গল্প।
এদিকে নিম ফুলের মধু চলে এল চতুর্থ স্থানে। সৃজন-পর্ণার সম্পর্ক আদালতে গড়াতেই এই ধারাবাহিকের ঝুলিতে এসেছে ৭.৫। নিম ফুলের মধুতে চয়ন-রুচিরার প্রেমের ট্র্য়াক সৃজন পর্ণার সম্পর্কের টানাপড়েন ভালভাবে নিচ্ছে না দর্শক বলছেন অনেকেই। চমক দেখালো জি বাংলার কার কাছে কই মনের কথা অবশেষে সেরা পাঁচে ঠাঁই পেল। মানালির এই মেগা সিরিয়াল ৭.৪ রেটিং নিয়ে পাঁচ নম্বরে রয়েছে এই মেগা। ধীরে ধীরে বরফ গলেছে শাশুড়ি-বউমার সম্পর্কে ছেলেদের বিরুদ্ধে গিয়ে
বউমার পক্ষ নিচ্ছেন পরাগের মা।
মায়ের শখপূরণে সঙ্গ দেয় মেয়ে তোতা। কিন্তু দর্শকদের আশা ছিল অপরাজিতার এই ধারাবাহিক সবাইকে ছাপিয়ে যাবে। কিন্তু তা হলো না। টিআরপি তালিকায় সপ্তম স্থানে। প্রতি সপ্তাহে এই নম্বরের অপেক্ষাতেই থাকেন অনুরাগী থেকে সিরিয়াল পাড়ার সবাই। যদিও গত কয়েক মাসে যে খুব বেশি পরিবর্তন হয়েছে তেমনটা নয়। তবে কয়েকদিন এগোলে নতুন সিরিয়াল গুলোর গল্পের বাঁধন আরো মজবুত হবে। তখনই টিআরপি চার্ট কোন দিকে ঘুরে যায় সেটাই দেখার। বলছেন দর্শকরাও।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম