বাংলাদেশের এই ব্যর্থতার দায় কার? তামিম বিতর্কই কী প্রভাব ফেললো দলে!

।। প্রথম কলকাতা ।।

টানা ৫ ম্যাচে হার। চলতি বিশ্বকাপ যা বাংলাদেশের কাছে এক দুঃস্বপ্ন। দলের পারফরম্যান্স এতটাই তলানিতে এসে ঠেকেছে, যে শেষমেশ নেদারল্যান্ডসের কাছে হেরে লজ্জায় মুখ ঢাকতে হয়েছে বাংলাদেশকে। যত তাড়াতাড়ি সম্ভব এই রাতের কথা ভুলতে চাইবেন সাকিব, লিটনরা। তবে বাংলাদেশের এই ব্যর্থতার দায় কার? নাকি রয়েছে অন্য কোন রহস্য?

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকরা কোনও খেলোয়াড়ের উপর যদি বাজি ধরে থাকেন তিনি হলেন সাকিব আল হাসান। দীর্ঘদিনের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা, সেই সঙ্গে ছিল ভারতে খেলার অভিজ্ঞতা। আর তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার বিশ্বকাপে সাকিবের হাতে তুলে দিয়েছিল দলের গুরুদায়িত্বের ভার। কিন্তু স্বপ্নপুরণে ব্যর্থ বাংলাদেশ অধিনায়ক। ব্যাট, বল কোন কিছুতেই নিজের দক্ষতা দেখাতে পারেননি। ফর্মে ফেরার জন্য বিশেষ প্রশিক্ষণ নিতে দেশে ফিরে গেলেও আখেরে তা কোনও লাভ হয়নি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র ৫ রান করে ফিরলেন তিনি।

বিশ্বকাপের মাঝে কোনও দলের অধিনায়ক দেশে ফিরে যাচ্ছে ক্রিকেট কোচিং নেওয়ার জন্য এটা সচরাচর দেখা যায় না। কোনও স্পেশাল কোচকে নিয়োগ করা হয় দলের সঙ্গে। কিন্ত নিজের দেশে গিয়ে কোচিং একমাত্র বাংলাদেশেই সম্ভব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে হারের পর দেশে ফিরে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। দলের এহেন কঠিন পরিস্থিতিতে সাকিবের দেশে ফেরাকে ভালোভাবে নেননি সমর্থকরা। চলতি বিশ্বকাপে সাকিবের থেকে অনেকটাই আশা ছিল সমর্থকদের। যা তিনি পূরণ করতে ব্যর্থ হয়েছেন তিনি।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে হারের পর দলের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন বাংলাদেশ অধিনায়ক। নিজের ক্যারিয়ারের সবথেকে খারাপ বিশ্বকাপ বলে অভিহিত করলেন সাকিব। বিশ্বকাপের শুরুতে তামিম ইকবালের বাদ পড়া নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল বাংলাদেশ ক্রিকেটে। যা দলকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছিল। অভিজ্ঞ একজন ব্যাটার বিশ্বকাপের মঞ্চে বাদ পড়ায় সমালোচনার তীর গিয়েছিল সাকিবের দিকেই। এদিন হারের পরও উঠলো সেই তামিম বিতর্ক। তবে তামিমের দলে না থাকাই কী প্রভাব ফেললো বাংলাদেশ ব্যাটিংয়ে? প্রশ্ন তুলেছেন অনেকেই। মতামত জানতে চাওয়া হলে সাকিব বলেন, ফেলতেই পারে। সেটা অস্বাভাবিক কিছু নয়। কোনও ব্যক্তির মনের মধ্যে কী আছে, সেটা তো আমি আর বলতে পারব না। তবে সে যাই হোক বাংলাদেশ ক্রিকেটের জন্য এই বিতর্ক যে মোটেও সুখকর হলো না তা আর বলার অপেক্ষা রাখে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version