ছয় বলে ছয় ছক্কার রেকর্ড কার কার দখলে ? দেখুন তালিকা

।। প্রথম কলকাতা ।।

এক ওভারে ছয় ছক্কার কথা ভাবলেই প্রথম যে নামটি মাথায় আসে তিনি হলেন যুবরাজ সিং। কিন্তু জানেন কি ক্রিকেটের ইতিহাসে ৬ টি বলে ৬ টি ছক্কা হাঁকানোর তালিকায় প্রথম কে রয়েছেন ? এছাড়াও কারা কারা এই কৃতিত্ব অর্জন করেছেন এটাও কি জানা আছে আপনাদের ?

ছয়টি ছয় হাঁকানো প্রথম ব্যাটার স্যার গারফিল্ড সোবার্স। নটিংহ্যামশায়ারের হয়ে এই রেকর্ড গড়েছিলেন তিনি। সালটা ১৯৬৮।

১৯৮৪ সালের রঞ্জি ট্রফিতে বরোদার বিরুদ্ধে। প্রথম ভারতীয় হিসাবে ছটি ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে রবি শাস্ত্রীর।

টি-২০তে ছয় ছক্কার রেকর্ড গড়েন কায়রন পোলার্ডও। শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয়াকে ছটি ছক্কা মেরেছিলেন তিনি

অন্যদিকে, ২০০৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে এই কৃতিত্ব অর্জন করেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। নেদারল্যান্ডসের ড্যান ভ্যান বুঞ্জের এক ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন তিনি।

২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ছটি বলে ছটি ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং।

আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাই ২০১৮ সালে আবদুল্লাহ মাজারির ওভারে আফগানিস্তান প্রিমিয়ার লিগে ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version