বিশ্বকাপে সর্বাধিক গোল কার ঝুলিতে রয়েছে?

।। প্রথম কলকাতা ।।

বিশ্বকাপ মানেই আলাদা উত্তেজনা। গ্যলারি ভর্তি দর্শকদের গলা ফাটানো চিৎকার। এই সব কিছুর মাঝেই আপনারা জানেন কি বিশ্বকাপে সর্বাধিক গোল কার ঝুলিতে রয়েছে? ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথ ভাবে বিশ্বকাপে আয়োজন করেছিল। ২০০২-২০১৪ পর্যন্ত মোট চারটি বিশ্বকাপ খেলেছেন জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজে। ২৪ ম্যাচে তাঁর রয়েছে ১৬ গোল। জার্মানির ফুটবলার তাঁর দেশেরও সর্বাধিক স্কোরার। ১৩৭ ম্যাচে ক্লোজের গোল রয়েছে ৭১টি। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে জার্মানির হয়ে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ক্লোজে। ২০০৬ সালের বিশ্বকাপে ক্লোজে পাঁচ গোল করে দখলে নেয় সোনার বুট।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version