Cristiano Ronaldo: সতীর্থ হিসেবে কাদের পেলেন রোনাল্ডো! দেখুন ঐতিহ্যবাহী আল নাসের ক্লাবের ইতিহাস

।। প্রথম কলকাতা ।।

 

জল্পনার অবসান ঘটিয়ে দুই বছরের চুক্তিতে আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরোপীয় লিগে দাপিয়ে বেড়ানো রোনাল্ডো এবার পায়ের জাদুতে মাতাবেন এশিয়ান ফুটবল লিগ। জানা গেছে প্রায় ২০০ মিলিয়ন ইউরোতে রোনাল্ডোকে দলে নিয়েছে সৌদি আরবের ক্লাবটি। বিশ্বকাপের সময় থেকেই গুঞ্জন শোনা গিয়েছিল রোনাল্ডো বিপুল অর্থে যোগ দিতে চলেছেন আল নাসেরে।

 

আল নাসের সৌদি আরবের শীর্ষ ক্লাবগুলির মধ্যে অন্যতম। ক্লাবটি সৌদি আরবের রাজধানী রিয়াদভিত্তিক দল। ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি আরবের শীর্ষ লিগ সৌদি প্রফেশনাল লিগে (এসএফএল) দ্বিতীয় সর্বোচ্চ খেতাবজয়ী দল। ১৯৭৬ সালে লিগ শুরু হওয়ার পর মোট নয়বার সৌদি প্রফেশনাল লিগ খেতাব জিতেছে আল নাসের। সর্বোচ্চ ১৮ বার খেতাব জিতে শীর্ষে রয়েছে আল-হিলাল। শেষ বার ২০১৮-১৯ মরসুমে খেতাব জিতেছিল আল নাসের। সৌদি প্রফেশনাল লিগের পাশাপাশি কিংস কাপ, ক্রাউন প্রিন্স কাপ, ফেডারেশন কাপ এবং সৌদি সুপার কাপেও অংশ নেয় আল-নাসের।

 

আল নাসেরে যোগ দেওয়ার পর রোনাল্ডো সতীর্থ হিসেবে পেলেন কাতার বিশ্বকাপে ব্রাজিলকে হারানো ক্যামেরুনের অধিনায়ক ভিনসেন্ট আবুবকর। দুই প্রাক্তন ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুইজ গুস্তাভো ও তালিসকা। থাকছেন কলম্বিয়ান গোলরক্ষক ডেভিড ওসপিনা। এছাড়াও বিশ্বকাপে অংশ নেওয়া আরব দলের ৬ ফুটবলার। সৌদি আরবের শীর্ষস্থানীয় এই দলটির কোচ প্রাক্তন ফরাসি ফুটবলার রুডি গার্সিয়া। যিনি এর আগে মার্শেই ও রোমার দায়িত্ব পালন করেছেন।

 

ইউরোপের মতো একই নিয়ম রয়েছে সৌদি ফুটবলে। এখানেও মরসুম শুরু হয় আগস্টে এবং শেষ হয় মে মাসে। হোম-অ্যাওয়ের ম্যাচের ভিত্তিতে দুইবার করে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হয়। মোট ১৬ দল খেলে ৩০টি করে ম্যাচ। সেরা তিনটি দল সুযোগ পায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার। বর্তমান মরসুমে ১০ রাউন্ড খেলা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। শীর্ষ লিগে পয়েন্ট তালিকায় ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল শাবাব। ২৩ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আল নাসের। ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সর্বোচ্চ খেতাবজয়ী আল-হিলাল।

Exit mobile version