Virat Kohli: প্রোটিয়াদের বিরুদ্ধে সাদা বলের সিরিজে না বিরাটের! তবে কি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নেবেন?

।। প্রথম কলকাতা ।।

Virat Kohli: সাদা বলের ক্রিকেটে আরও বিশ্রাম চান বিরাট কোহলি। শোনা যাচ্ছে, একথা নাকি বোর্ডকেও জানিয়ে দিয়েছেন ভারতের চেজ মাস্টার। বিরাটের এহেন সিদ্ধান্তে উঠছে জল্পনা। তবে কী আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন বিরাট? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মধ্যে। অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। তারপরই বিশ্রামে পাঠানো হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো সিনিয়র তারকাদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে ভারতের ভরসা ইয়ং ব্রিগেড। যে দলের নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। এই সিরিজ শেষ হলেই তিন ফরম্যাটেই প্রোটিয়া অভিযানে নামবে টিম ইন্ডিয়া।

শোনা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে খেলবেন না বিরাট কোহলি। আপাতত টি-২০ ও একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে চাইছেন না বিরাট। টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তবে কি বিশ্বকাপে হারের পর সীমিত ওভারের ক্রিকেট থেকে নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নিতে চাইছেন কিং কোহলি? বিশেষজ্ঞরা মনে করছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাটের জায়গা পাকা করতে গেলে, এখন থেকেই টি-টোয়েন্টি ফরম্যাটে ম্যাচ খেলতে হবে। বিশ্বকাপের ঠিক আগে বসতে চলেছে আইপিএলের আসর। আসন্ন টুর্নামেন্টেও তিনি খেলবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

বিশ্বকাপ ফাইনালে হারের পর বিরাট কোহলিকে নিয়ে বড় মন্তব্য করেছিলেন গৌতম গম্ভীর। তিনি বলেছিলেন, বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিল বিরাট। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁকে রাখা উচিত। বিরাট দলে থাকলে ভারতের ব্যাটিং অর্ডার যে আরও শক্তিশালী হবে তা আর বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই টি-টোয়েন্টি ফরম্যাটকে এড়িয়ে চলছেন বিরাট কোহলি। তবে ওয়ানডে সিরিজে না থাকার গুঞ্জন সত্যিই অপ্রত্যাশিত।

অন্যদিকে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হয়তো খেলবেন না রোহিত শৰ্মা। তবে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন তিনি। কিন্তু ভারতের চিন্তা বাড়িয়েছে হার্দিকের চোট। হার্দিকের অনুপস্থিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বভার কার হাতে যায়, সেই দিকেই তাকিয়ে ভারতের ক্রিকেটপ্রেমীরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version