।। প্রথম কলকাতা ।।
‘জি’ গ্রুপে শেষ ষোলো একপ্রকার নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। পরপর দুই ম্যাচে সার্বিয়া ও সুইৎজারল্যান্ডকে হারিয়ে গ্রুপ শীর্ষে সেলকাওরা। এখন কথা হল শেষ ষোলোয় পৌঁছাতে ব্রাজিলের সঙ্গী হবে কোন দল। নক-আউটে পৌঁছাতে লড়াইয়ে আছে তিন দলই। ম্যাচের প্রতি সেকেন্ডে বদলে যেতে পারে সমীকরণ। ভারতীয় সময় রাত ১২:৩০ ক্যামেরুনের মুখোমুখি হবে ব্রাজিল। অন্য ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে সুইৎজারল্যান্ড।
ক্যামেরুনের বিরুদ্ধে জয় পেলে বা ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল। এছাড়াও যদি অন্য ম্যাচটি ড্র হয় বা সার্বিয়া জয় পায় তবে ব্রাজিল হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হবে। যদি সুইৎজারল্যান্ড জয় পায় তবে দেখা হবে গোল ব্যবধান। সেক্ষেত্রেও ৩ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল।
অন্যদিকে নক আউট পাকা করতে সার্বিয়ার বিরুদ্ধে জিততেই হবে সুইৎজারল্যান্ডকে। তিন গোলের বেশি ব্যবধানে জয় পায় সুইৎজারল্যান্ড এবং অন্য ম্যাচে ব্রাজিল পরাজিত হয় তবে গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা থাকছে সুইসদের সামনে। যদি সার্বিয়ার বিরুদ্ধে ড্র করে তাহলেও শেষ ষোলোয় যাওয়ার সুযোগ থাকছে। সেক্ষেত্রে জয় পেতে হবে ব্রাজিলকে অথবা ম্যাচটি ড্র হতে হবে। যদি ক্যামেরুন ১ গোলের ব্যবধানে জয় পায় তবে দুই দলের গোলের ব্যবধান হবে শূন্য অর্থাৎ সমান। তখন দেখা হবে কারা বেশি গোল করেছে। সেখানে অনেকটাই এগিয়ে সুইৎজারল্যান্ড।
‘জি’ গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে ক্যামেরুন। শেষ ষোলোয় পৌঁছাতে জিততেই ব্রাজিলের বিরুদ্ধে জিততেই হবে আফ্রিকার দলটিকে। শুধু তাই নয় অন্য ম্যাচে সার্বিয়াকে জয় পেতে হবে। এবং একই ব্যবধানে জয় পেতে হবে। সেখানে দুই দলের পয়েন্ট হবে সমান। সেক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শেষ ষোলোয় পৌঁছে যাবে ক্যামেরুন। যদি ব্রাজিলের বিরুদ্ধে দুই গোলের ব্যবধানে জয় পায় ক্যামেরুন এবং অন্যদিকে সুইৎজারল্যান্ড ড্র করলেই নক আউটে ক্যামেরুন।
ক্যামেরুনের মতো একই রকম সমীকরণে দাঁড়িয়ে সার্বিয়া। শেষ ষোলোর টিকিট আদায় করতে সুইৎজারল্যান্ডের বিপক্ষে জিততেই হবে সার্বিয়াকে। তবে অন্যম্যাচে জয় পেতে হবে ব্রাজিলকে। যদি অন্য ম্যাচ ড্র হয় তাহলেও শেষ ষোলোয় পৌঁছাবে সার্বিয়া। যদি ব্রাজিলের বিরুদ্ধে ক্যামেরুন ১ গোলের ব্যবধানে জেতে তবে তবে সার্বিয়াকে জিততে হবে তিন গোলের বেশি ব্যবধানে। তাহলেই শেষ ষোলোয় পৌঁছে যাবে ক্যামেরুন।