Bengali Serial TRP: টিআরপি চার্টে এগিয়ে রয়েছে কোন ধারাবাহিক? চলতি সপ্তাহে প্রথম পাঁচে কারা?

।। প্রথম কলকাতা ।।

Bengali Serial TRP: চলতি মাসে শুরু হয়েছে বহু ধারাবাহিক। বছর শেষে নতুন গল্প নিয়ে হাজির হয়েছে পুরনো তারকারা। নতুন চরিত্রে পুরনো জুটিকে ফের টিভির পর্দায় দেখতে পেরে উচ্ছ্বসিত দর্শকবৃন্দ। তাই নতুন সিরিয়ালের ভারে ওষ্ঠাগত অবস্থা পুরনো ধারাবাহিকদের। এমনটাই জানাচ্ছে চলতি সপ্তাহের টিআরপি চার্ট (TRP)। প্রত্যেক সপ্তাহেই একটি করে তালিকা সামনে আসে, যেখানে বোঝা যায় কোন ধারাবাহিকগুলি দর্শকদের মন জিততে পেরেছে। আর কোনগুলি পিছিয়ে পড়েছে দৌড়ে। এবারের তালিকায় নতুন ধারাবাহিকদের জয়জয়কার। জানেন, প্রথম ১০-এ রয়েছে কোন ধারাবাহিক?

জনপ্রিয়তার নিরিখে টিআরপি লিস্টের প্রথমে স্থান পেয়েছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। ডিসেম্বরের শেষ সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৯। অনদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। চলতি সপ্তাহে স্টার জলসার এই ধারাবাহিক পেয়েছে ৮.৪ নম্বর। এদিকে তৃতীয় স্থানে জায়গা হয়েছে ‘গৌরী এলো’র (Gouri Elo)। চলতি সপ্তাহে ৮.০ নম্বর পেয়ে টিআরপি তালিকায় নিজের জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। ‘এই সময়’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জানা যাচ্ছে এমনটা। তাহলে বাকি ধারাবাহিকগুলির স্থান কত নম্বরে?

এক নজরে সেরা ১০-

১. জগদ্ধাত্রী (৮.৯)

২. অনুরাগের ছোঁয়া (৮.৪)

৩. গৌরী এলো (৮.১)

৪. খেলনা বাড়ি (৮.০)

৫. নিম ফুলের মধু (৭.৭)

৬. বাংলা মিডিয়াম (৭.৫)

৭. পঞ্চমী (৭.৪)

৮. আলতা ফড়িং, গাঁটছড়া (৭.২)

৯. মিঠাই, রাঙা বউ (৬.৯)

১০. সাহেবের চিঠি (৬.৪)

সবেমাত্র শুরু হয়েছে ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu), আর ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে টপ ফাইভে। ৭.৭ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে রয়েছে এই নতুন ধারাবাহিক। নম্বর কমেছে ‘খেলনা বাড়ি’র (Khelna Bari)। অন্যদিকে ৭.৫ পেয়ে ষষ্ঠ স্থানে জায়গা দখল করেছে নীল-তিয়াসার ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium)। এর আগে ‘কৃষ্ণকলি’তে একসঙ্গে দেখা গিয়েছে নীল-তিয়াসাকে। ফের আবার নতুন রূপে পর্দায় ফিরেছেন এই দুই তারকা, পছন্দ করছেন দর্শকরা। সপ্তম স্থানে রয়েছে ‘পঞ্চমী’ (Panchami), প্রাপ্ত নম্বর ৭.৪। এদিকে এক সময় যারা টিআরপি চার্টের শীর্ষে অবস্থান করত, তাদের স্থান হয়েছে তলানিতে। বলতে গেলে, এখন নতুন গল্পে মজেছে দর্শকরা। তারকা পুরনো হলেও, নতুন গল্প দেখতে পছন্দ করছেন সবাই। আর তাই পুরনোকে হারিয়ে সামনে এগিয়ে চলেছে নতুন ধারাবাহিক।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version