Bangladesh: ২০২২-এ বক্স অফিস কাঁপিয়েছে বাংলাদেশের কোন কোন সিনেমা? রইল তালিকা

।। প্রথম কলকাতা ।।

Bangladesh: ওপার বাংলার অভিনেতারা কাজ করে থাকেন এপার বাংলাতেও। তাঁদের জনপ্রিয়তা ও পরিচিতি এপার বাংলাতেও রয়েছে। আর তারই সঙ্গে বাংলাদেশের সিনেমা (Bangladeshi Cinema) ও ওয়েব সিরিজকে ঘিরে এখানকার দর্শকদের মধ্যে এক আলাদা উন্মাদনাই নজরে আসে। এমনকি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে বাংলাদেশের সিনেমা। সম্প্রতি কলকাতায় আয়োজিত ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) ‘হাওয়া’ (Hawa) দেখার জন্য ঝড় বয়ে গিয়েছিল। নন্দন চত্বরে ওপার বাংলার ছবি দেখার জন্য মানুষের লম্বা লাইন নজরে এসেছে। এক কথায় বলতে গেলে এপার বাংলার ছবির চাহিদা যে পরিমাণ দর্শকদের মধ্যে রয়েছে, সেই একই পরিমাণ চাহিদা ওপার বাংলার ছবি দেখার জন্য মানুষের মধ্যে নজরে আসে। গেল বছর বাংলাদেশের বহু ছবি বেশ ভালো ব্যবসা করেছে।

তালিকায় রয়েছে কোন কোন ছবি ?

১. হাওয়া (Hawa)- গেল বছর সবচেয়ে বেশি আয় করেছে চঞ্চল চৌধুরী অভিনীত এই ছবি। ২৯ জুলাই মুক্তি পেয়েছে ‘হাওয়া’। আর তার পরেই সিনে প্রেমীদের ‘হাওয়া’ বদলে যায়। উইকিপিডিয়ার রিপোর্ট অনুযায়ী, বক্স অফিসে ১৬ কোটি টাকা আয় করেছে ছবি।

২. পরাণ (Poran)- বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ ও ইয়াশ রোহান অভিনীত এই রোম্যান্টিক থ্রিলার ছবিটি ব্যবসা করেছে বেশ ভালো। ২০২২-এর ১০ জুলাই মুক্তিপ্রাপ্ত পরাণ ছবির বাজেট ছিল ৮৩ লক্ষ টাকা। আর বক্স অফিসে তা আয় করে ১২ কোটি টাকা।

৩. দামাল (Damal)- খেলা আর দেশপ্রেম মিলেছে এই ছবিতে। মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে তৈরি এই সিনেমা। নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স, ক্যালিফোর্নিয়ার নর্থ হলিউড, সান ফ্রান্সিসকো, টেক্সাসের ডালাস, হিডস্টোন সহ ১৫টি শহরে মুক্তি পেয়েছে ছবি। ছবিতে বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরীফুল রাজ, সুমিত, রাশেদ অপু, শাহনাজ সুমি সহ আরও অনেকে অভিনয় করেছেন। ছবির পরিচালক রায়হান রাফী। এই ছবির বাজেট ছিল ২ কোটি টাকা। আর সিনেমাটি বক্স অফিসে আয় করেছে সাড়ে চার থেকে পাঁচ কোটি টাকা।

৪. অপারেশন সুন্দরবন (Operation Sundarban)- ২০২২-এর ২৩ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি রয়েছে তালিকায় চতুর্থ নম্বরে। ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, দর্শনা বণিক, রোশান, রিয়াজ, রাইসুল ইসলাম, মনোজ প্রামানিকের মতো তারকারা। ছবিটি সুন্দরবনের শ্বাপদ সংকুল এলাকায় র‍্যাবের দুঃসাহসিক অভিযানকে কেন্দ্র করে তৈরি হয়েছে। ছবির পরিচালক দীপঙ্কর দীপন। সিনেমার বাজেট ছিল ৪ কোটি টাকা, কিন্তু সিনেমা বক্স অফিসে আয় করেছে তার বেশি।

৫.শান (Shaan)- অ্যাকশন-থ্রিলারে ভরপুর এই সিনেমা একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। তরুণ নির্মাতা এম রহিম পরিচালিত এই ছবিতে জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। সিনেমার বাজেট ছিল ৪ কোটি টাকা। ছবি বক্স অফিসে কোটির অঙ্ক ছুঁলেও বাজেট ক্রস করতে পারেনি।

৬. DIN THE DAY: ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনার একটি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র এটি। ছবির পরিচালনায় ইরানি পরিচালক মোর্তেজা অতাশ জমজম। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অনন্ত জলিল। ছবির বাজেট ছিল ৪ কোটি ৫০ লক্ষ টাকা। সিনেমা বক্স অফিসে আয় করে ২.৩৬ কোটি।

৭. গলুই (Golui)- শাকিব খান অভিনীত রোমান্টিক এই সিনেমার পরিচালক এস এ হক অলিক। এটি মূলত একটি ঘরোয়া চলচ্চিত্র। এই ছবির প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু। সুপারস্টার শাকিব ছাড়াও ছবিতে অভিনয় করেছেন পূজা চেরি এবং আজিজুল হাকিম। উইকিপিডিয়া রিপোর্ট অনুযায়ী, ছবির বাজেট ছিল ২.৫০ লক্ষ টাকা। বক্স অফিসে তার আয় বাজেটের কাছাকাছি গেলেও, ক্রস করতে পারে নি।

৮. বিদ্রোহী (Bidrohi)- এই চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান, শবনম বুবলি ও অভিষিক্ত সুচিস্মিতা মৃদুলা। ২০২২-এ মুক্তিপ্রাপ্ত এই ছবির পরিচালনা করেছেন শাহীন সুমন। উইকিপিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ছবির যা বাজেট ছিল, তার ধারের কাছে যায় নি বক্স অফিস আয়। খুব একটা হিট করতে পারেনি সুপারস্টার শাকিবের এই সিনেমা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version