Raima Sen: ‘পাত্র কোথায়? খুঁজে দিলেই বিয়ে করব’, কেমন জীবনসঙ্গী চাইছেন রাইমা?

।। প্রথম কলকাতা ।।

Raima Sen: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। বলতে গেলে, তাঁর রক্তে রয়েছে অভিনয়। ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন বহুদিন হলো। কখনও কাজের কারণে সংবাদপত্রের শিরোনাম হয়েছেন, কখনও আবার ব্যক্তিগত জীবনের কারণে চর্চিত হয়েছেন। ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। ঋতুপর্ণ ঘোষের কারণে দর্শক পরিচিত হয়েছিল এক অন্য রাইমা সেনের (Raima Sen) সঙ্গে। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর ওয়েব সিরিজ, নাম ‘রক্তকরবী’ (Roktokorobi)। তবে এই সিরিজের সঙ্গে রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’র কোনও মিল নেই। সিরিজে অভিনেত্রীর সঙ্গে রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee), ভাস্বর চ্যাটার্জী (Bhaswar Chatterjee) সহ আরও অনেকে। এবার সিরিজের প্রচারের ফাঁকে নিজের পছন্দ-অপছন্দ জানালেন অভিনেত্রী।

একের পর এক ছবি, ওয়েব সিরিজে কাজ করে চলেছেন তিনি। এদিকে এখনও বাস্তবে বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না। এই মর্মে ‘আনন্দবাজার অনলাইন’কে রাইমা পাত্র খুঁজে দেওয়ার ভার দিয়েছেন! জানিয়েছেন, তিনি বিয়ে করতে ইচ্ছুক। শুধু পাত্র খোঁজা বাকি, পাত্র খুঁজে দিলেই তিনি বিয়ে করবেন। যাঁর দিদা ইন্ডাস্ট্রির মহানায়িকা, তাঁর জন্য পাত্র খুঁজে পাওয়া কি এতই সহজ! তা কেমন পাত্র খুঁজছেন অভিনেত্রী? নিজের জীবনসঙ্গীর মধ্যে কী কী বৈশিষ্ট্য চান তিনি? সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘শুধু ভালো মানুষ চাই। এমন একজন মানুষ যে, আমার জীবনধারার সঙ্গে মিশে যেতে পারবে। আর ব্যাঙ্কে টাকা থাকা তো জরুরী। ওটা না থাকলে তো চলবে না। যদিও আমি যে আংটিটা পরে থাকি তা দেখে অনেকে ভাবেন আমি এনগেজড। কিন্তু সবাইকে বলতে চাই, আমি সিঙ্গল’।

তাঁর বক্তব্য, তিনি একজন ভালো বন্ধু চান। বাংলা ছাড়া হিন্দি ইন্ডাস্ট্রিতেও কাজ করে যাচ্ছেন। দর্শকদের কাছে তাঁর কাজ প্রশংসিত হয়েছে। তাঁর লক্ষ্য, শুধুমাত্র ভালো কাজ করে যাওয়া। তাই বলেছেন, বেছে বেছে কাজ করেন। তাতে অনেকেই তাঁকে আনপ্রেডিক্টেবেল ভাবে। কিন্তু তিনি শুধু ভালো কাজ করে যেতে চান। তাই অনেকদিন পর পর তাঁকে দেখা যায় পর্দায়। একইভাবে বেশ অনেকদিন পর ‘রক্তকরবী’তে কাজ করেছেন। সেইসঙ্গে সহ-অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের প্রশংসাও করেছেন। তাঁর কথায়, একটু বন্ধুত্ব গড়ে উঠেছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version