Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কবে সৌদি আরব আসছেন, আল-নাসেরের হয়ে প্রথম কোন ম্যাচ খেলবেন?

।। প্রথম কলকাতা ।।

গোটা ফুটবল বিশ্বকে চমকে দিয়ে বিপুল অর্থের বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগদান করেছেন রোনাল্ডো। প্রায় ২০০ মিলিয়ন ইউরোতে এশিয়ান লিগে খেলতে দেখা যাবে পর্তুগিজ সুপারস্টারকে। রোনাল্ডো গত কয়েক মাস ধরে খবরে শিরোনামে রয়েছেন, বিশেষ করে তাঁর ভবিষ্যত নিয়ে। ম্যানচেস্টার ইউনাইটেড-এ ছাড়ার পর থেকে নতুন ক্লাব খুঁজছিলেন। এরপরই আল নাসের ক্লাব বিপুল অর্থের প্রস্তাব দেয় রোনাল্ডোকে। এই চুক্তির পরেই ২০২৩ সবচেয়ে বেশি আয় করা ফুটবলার হয়েছেন পর্তুগিজ মহাতারকা।

 

যদিও এই পদক্ষেপটি ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়েছে। তবে রোনাল্ডোকে এখনও আল নাসরের খেলোয়াড় হিসাবে উপস্থাপন করা হয়নি। আরিদিয়াহ-এর একটি প্রতিবেদন অনুসারে, ৩৭ বছর বয়সী সোমবার স্থানীয় সময় রাত ১১ টায় (মঙ্গলবার ভারতীয় সময় ১:৩০টায়) সৌদি আরবে পৌঁছানোর কথা রয়েছে। পরের দিন, আল-নাসর তাদের খেলোয়াড় হিসাবে আনুষ্ঠানিকভাবে রোনাল্ডোকে উপস্থাপন করার পরিকল্পনা করেছে বলে জানা গেছে।

 

রোনাল্ডোও মিসুল পার্কে একটি উন্মুক্ত প্রশিক্ষণ সেশনে অংশ নেবেন বলে জানা গেছে। রোনাল্ডোর যোগ দেওয়ার পর থেকেই ভক্তদের টানতে শুরু করেছে আল নাসের। সৌদি ক্লাবটি আগামী ৫ জানুয়ারী আল-তাইয়ের সঙ্গে মুখোমুখি হবে। এই ম্যাচে রোনাল্ডোর নামার সম্ভাবনা খুব কম। তবে রোনাল্ডো এই ম্যাচে কয়েক মিনিটের জন্য নামতে পারবেন কিনা তা নির্ভর করবে কোচ রুডি গার্সিয়া এবং রিয়াল মাদ্রিদের সাবেক এই খেলোয়াড় প্রশিক্ষণে কী প্রভাব ফেলতে পারে তার ওপর। যাইহোক, তিনি নিশ্চিতভাবে ১৪ জানুয়ারি আল-শাবাবের বিপক্ষে ক্লাবের পরবর্তী খেলায় অংশ নিতে পারেন।

Exit mobile version