Plus size model: মোটা তো কী! বিশ্বের ধনী প্লাস সাইজ মডেলদের চিনুন

।। প্রথম কলকাতা ।।

Plus size model: মডেল হতে গেলে যে সব সময় ছিপ ছিপে হতে হবে তার কোনও মানে নেই! ফ্যাশনের নয়া ট্রেন্ডে (Fashion trends) ভাসছেন প্লাস সাইজ মডেলরা (plus size model)।মোটা তো কী! মডেলিংয়েই হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম ধনী। আত্মবিশ্বাসই শেষ কথা।এই প্লাস সাইজ মডেলদের থেকেই শিখুন।

ওজন (Weight) বেশি বলে মনঃকষ্টে ভুগছেন ! পথেঘাটে শুনতে হচ্ছে টোন টিটকিরি! তাহলে এদের জীবন আপনাকে সাহস জোগাবেই। মালাইকা অরোরা বা হরনাজ সিন্ধুজিরো ফিগারেই মডেলিংয়ের জগত কাঁপিয়ে দিচ্ছেন।

কিন্তু এই প্লাস সাইজ মডেলদের (Plus size model)
খবর আপনি রাখেন কি? প্লাস-সাইজ ইনস্টাগ্রাম (Instagram) ইনফ্লুয়েন্সার তানভি গীতা নতুন বছরের শুরুতেই “বেশরম” (Besharam) গানে নেচে হইচই ফেলে দিয়েছিলেন। গানটিতে দীপিকার (Dipika Padukone) পোশাকের মতো বেগুনি রঙের বিকিনি টপ পরেছিলেন তানভি। অনেকে তো বলেই ফেলেছিলেন দীপিকার চেয়েও তাঁর নাচ ভাল হয়েছে। বর্ষিতা তথাভারতিকে চেনেন? তেলেগু ছবির অভিনেত্রী কিন্তু তিনি ছবি করে যতটা পরিচিতি পেয়েছেন তার থেকেও অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছেন ডিজাইনার সব্যসাচীর ব্রাইডাল পোশাকের মডেল হয়ে। সব্যসাচীর ওয়েডিং পোশাকে (Sabyasachi wedding dress) তাক লাগিয়েছেন তিনি। তাঁর চোখের ভাষায় হার মেনেছে সব কিছুই। কিন্তু মোটা হওয়ায় ঠাট্টার শিকার হন তিনি৷ ক্লাসে বন্ধুরাও নানা কটাক্ষ করত৷ কিন্তু হাল ছাড়েননি ডায়ানা।

রোগা, ছিপছিপে হলেই মডেল হওয়া সম্ভবনা-হলে কোনও উপায় নেই। মোটা হওয়ার জন্য হাসিঠাট্টারও শিকার হতে হয় অনেককে। সেরকমই জীবনের হাল ছেড়ে দিয়ে
ডিপ্রেশনে চলে গিয়েছিলেন ডায়ানা সিরোকাই। হাল মোটামুটি ছেড়েই দিয়েছিলেন লন্ডনের (london) বাসিন্দা ডায়ানা। নানা ঠাট্টায় জর্জরিত হয়ে কয়েক বার জিমেও গিয়েছেন তিনি। কিন্তু শেষে চেহারার চিন্তা উড়িয়ে স্রেফ
আত্মবিশ্বাসেই ডায়ানা বিশ্বে জনপ্রিয় হয়েছেন।
জানেন শুধু মোটা বলে ব্রাজিলের (Brazil) মডেল জুলিয়ানা নেহেমকে বিমানে উঠতে দেওয়া হয়নি!পরিবারের সঙ্গে ছুটি কাটাতে লেবানন গিয়েছিলেন। দোহা হয়ে ব্রাজিলে ফেরার পথেই তাকে বিমানে উঠতে দেয়নি কর্তৃপক্ষ। এমনই অভিযোগ করেন ওই প্লাস সাইজ মডেল।

 

 

নেহা পারুলকরের নাম জানেন তো! ভারতের প্রথম প্লাস সাইজ এই মডেলের জীবন আজ অনেক মানুষের প্রেরণা।১০০ কেজি ওজন নিয়ে মডেলিং! এও কি সম্ভব! সম্ভব কী না, র‍্যাম্পে দাঁড়িয়েই সেকথা প্রমাণ করেছেন নেহা পারুলকর।

নিজেকে মডেল হিসাবে প্রমাণ করার লড়াইটা সহজ তো নয়ই, বরং বলা চলে আর পাঁচজনের চেয়ে অনেক বেশি কঠিন। ছোট্ট জীবনে অন্যের চোখ দিয়ে নিজেকে বিচার না করে নিজেকে ভালোবাসুন, নিজের মতো করে আনন্দে বাঁচুন প্রত্যেকটা দিন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version