হলটা কী ব্যাগী গ্রিনদের? কোন অঙ্কে সেমিফাইনালে যাবে অস্ট্রেলিয়া!

।। প্রথম কলকাতা ।।

এ কোন অস্ট্রেলিয়া! হতাশ ক্রিকেটপ্রেমীরা। বিশ্বক্রিকেট জানে বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়া কতটা ভয়ঙ্কর হতে পারে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তাঁরা। বিশ্বের অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া। যেকোনও পরিস্থিতি থেকে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে অজিরা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে তারা শক্তিশালী। কিন্তু চলতি বিশ্বকাপে যার ছিঁটেফোঁটাও দেখা যাচ্ছে না। ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলে ফেলেছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। কিন্তু এখনও জয় অধরা অজিদের। প্রথম ম্যাচে ভারতের কাছে হার মেনেছিলেন অজিরা। বৃহস্পতিবার লখনউয়ে দক্ষিণ আফ্রিকা মাটি ধরাল অস্ট্রেলিয়াকে।

চেন্নাইয়ের ঘূর্ণি পিচে ভারতকে সামলাতে পারেনি অস্ট্রেলিয়া। এ বার লখনউয়ের ব্যাটিং সহায়ক পিচেও ধরাশায়ী তারা। ১৩৪ রানে হার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ক্রিকেটে অস্ট্রেলিয়া অনেকটা ফুটবলে জার্মানির মতো। দুটি দলই শেষ পর্যন্ত লড়ে যায়। কিন্তু এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মধ্যে সেই ঝাঁঝ দেখা যায়নি। এই ভাবে অস্ট্রেলিয়াকে হারতে অনেক বছর দেখেনি ক্রিকেট বিশ্ব। এক সময় বিশ্বের সেরা ফিল্ডিং দল বলা হত অস্ট্রেলিয়াকে। ৩০ গজ বৃত্তের ভিতরেই হোক, বা বাউন্ডারিতে অস্ট্রেলিার ফিল্ডারেরা দাপট দেখাতেন। বাকি সব দল তাঁদের দেখে অনুপ্রাণিত হয়ে নিজেদের ফিল্ডিং উন্নত করার চেষ্টা করত। সেই দলের হলটা কী? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে।

বিশ্বকাপের প্রথম ম্যাচেও বিরাট কোহলির ক্যাচ মিস করায় ভারতীয় দলকে চাপে ফেলতে পারেনি অস্ট্রেলিয়া।এদিন বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬টি ক্যাচ ছাড়লেন অস্ট্রেলিয়ার ফিল্ডারেরা। দলের ফিল্ডিং চিন্তা বাড়াচ্ছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। সব দিক থেকেই অস্ট্রেলিয়াকে এবার যেন বিবর্ণ দেখাচ্ছে। ভারত খেলতে আসার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজে পরাজিত হয়েছিল তারা। বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধেও হেরে যায় তারা। রোহিত শর্মা, বিরাট কোহলিদের বাদ দিয়েই প্রথম দুটি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারায় ভারত।

বিশ্বকাপেও এখনও পর্যন্ত জয় অধরা অস্ট্রেলিয়ার। পরপর দুই ম্যাচে হেরে ইতিমধ্যেই সেমিফাইনালে রাস্তা কঠিন করে ফেলেছে ব্যাগি গ্রিনরা। পাশাপাশি বড় ব্যবধানে হারের ফলে নেট রান রেটের দিক থেকেও পিছিয়ে গেছে অজিরা। অস্ট্রেলিয়ার নেট রান রেট এখন -১.৮। কোনও দলকে সেমিফাইনালে প্রবেশ করতে গেলে কমপক্ষে ৬টা ম্যাচে জিততেই হবে। অস্ট্রেলিয়ার বাকি রয়েছে সাতটা ম্যাচ। তারমধ্যে ৬টা ম্যাচে জিততেই হবে। দুর্বল নেদারল্যান্ড ও আফগানিস্তান ছাড়াও অস্ট্রেলিয়াকে খেলতে হবে শ্রীলঙ্কা, পাকিস্তান, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে। যদিও ভারতের মাটিতে শ্রীলঙ্কা ও বাংলাদেশ অনেকটাই শক্তিশালী। ব্যাগি গ্রিনরা কি ঘুরে দাঁড়াতে পারবে? সেই দিকেই তাকিয়ে ক্রিকেটবিশ্ব।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version