Lionel Messi: নতুন ক্লাবে বেতন ছাড়া আর কী কী সুবিধা পাবেন মেসি ?

।। প্রথম কলকাতা ।।

Lionel Messi: মোটা বেতন, বোনাস থেকে ক্লাবের শেয়ার! বেকহ্যামের ক্লাবে একাধিক সুবিধা পেতে চলেছেন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। চুক্তির মধ্যে বেতন ছাড়া সই করার জন্য আলাদা টাকা ও ক্লাবের অংশীদারিত্বও দেওয়া হবে মেসিকে। যদিও এখনও ক্লাবের সঙ্গে যুক্ত স্পনসরদের কাছ থেকে মেসি কত টাকা পাবেন তা ঠিক হয়নি। এমএলএস দেখতে যত মানুষ অ্যাপল টিভি সাবস্ক্রাইব করবেন এবং তা থেকে যতটা লাভ হবে, তার একটা অংশ পাবেন মেসি। অবসরের পর তিনি ইন্টার মিয়ামির একটা শেয়ারের মালিক হতে পারবেন এবং কিনতে পারবেন এমএলএসের একটা ক্লাব। সেই সঙ্গে অ্যাডিডাস এবং অ্যাপলের স্পনসরশিপ চুক্তিরও একটা অংশ যাবে লিওর পকেটে। তার সঙ্গে বিরাট অঙ্কের বেতন তো রয়েইছে। সেটার পরিমাণ শোনা যাচ্ছে ১৫ কোটি মার্কিন ডলার। ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার কথাটা শোনার পর থেকেই ইন্টার মিয়ামির ম্যাচের টিকিটের দাম তাৎক্ষণিকভাবে লাফিয়ে বাড়ছে। তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার মেসি যতবার মিয়ামির হয়ে খেলবে আমরা ততবারই নতুন টিকিট বিক্রির রেকর্ড গড়বে বলে মনে করা হচ্ছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version