Weightlifting: ডোপ টেস্টে ব্যর্থ, চার বছরের জন্য নির্বাসিত ভারোত্তোলক সঞ্জিতা চানু

।। প্রথম কলকাতা ।।

Weightlifting: ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় চার বছরের জন্য নিষিদ্ধ হলেন ভারোত্তোলনে দুইবারের কমনওয়েলথ গেমসের (CWG) স্বর্ণপদক জয়ী সঞ্জিতা চানু (Sanjita Chanu)। মঙ্গলবার ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। গত সেপ্টেম্বর-অক্টোবরে গুজরাটে জাতীয় গেমসে প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় সঞ্জিতার ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (WADA) নিষিদ্ধ তালিকার একটি অ্যানাবলিক স্টেরয়েড ড্রস্ট্যানোলোন মেটাবোলাইটের প্রমান পাওয়া গেছে।

 

গত বছর গুজরাটে জাতীয় গেমসের সময় ৩০ সেপ্টেম্বর, ২০২২-এ একটি প্রতিযোগিতায় তার ডোপ নমুনা সংগ্রহ করা হয়েছিল। অ্যাথলিট সঞ্জিতা চানু নাডার এডিআর-এর আর্টিক্যাল ২.১ ও ২.২ বিধিভঙ্গ করেছেন ৷ আর তাই নাডার এডিআর আর্টিক্যাল ১০.২.১ অনুযায়ী, তাঁকে সাসপেন্ড করা হয়েছে৷ চৈতন্য মহাজনের নেতৃত্বে তিন সদস্যের নাডা (NADA) অ্যান্টি-ডোপিং ডিসিপ্লিনারি প্যানেল ৪ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। সঞ্জিতার নিষেধাজ্ঞা ১২ নভেম্বর, ২০২২ থেকে শুরু হবে।

 

এটি সঞ্জিতার জন্য একটি বিশাল ধাক্কা। যিনি পজিটিভ পরীক্ষার ফলস্বরূপ জাতীয় গেমসের রৌপ্য পদক তার থেকে ছিনিয়ে নেওয়া হবে। ২০১৪ গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে সঞ্জিতা ৪৮ কেজিতে সোনা জিতেছিলেন। গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসের ২০১৮ সংস্করণে তিনি ৫৩ কেজি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

 

উল্লেখ্য, নাডার ডিসিপ্লিনারি প্যানেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সঞ্জিতা চানু আবেদন করতে পারবেন৷ যে তারিখে তাঁর এই শাস্তি ঘোষণা করা হয়েছে, সেদিন থেকে ২১ দিনের মধ্যে এই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে। তাতে খুব একটা সুবিধা করতে পারবেন না বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Exit mobile version