।। প্রথম কলকাতা ।।
The Kashmir Files Controversy: চলতি বছর সবথেকে চর্চিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। মার্চের ১১ তারিখ বিবেক অগ্নিহোত্রী পরিচালিত কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে তৈরি ছবিটি মুক্তির আগ থেকেই সকলের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। ফের সেই ছবিকে ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক। ইজরায়েলি চলচ্চিত্র নির্মাতা নাদাভ ল্যাপিড ‘কাশ্মীর ফাইলস’কে ‘অশ্লীল’ এবং ‘প্রচারভিত্তিক’ বলে অভিহিত করেছেন। এখন গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্য তিনজন জুরি সদস্যের সমর্থন পেয়েছেন তিনি। কারা তাঁরা?
‘এনডিটিভি’তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জুরি সদস্য আমেরিকান প্রযোজক জিঙ্কো গোতোহ, ফরাসি সম্পাদক প্যাস্কেল চ্যাভান্স এবং ফরাসি তথ্যচিত্র নির্মাতা জাভিয়ের অ্যাঙ্গুলো বার্তুরেন বিষয়টিতে ল্যাপিডের সমর্থন করেছেন। ট্যুইটারে যৌথভাবে এক বিবৃতি দিয়ে তাঁরা জানিয়েছেন, IFFI-তে মিঃ ল্যাপিড জুরি প্রধান হিসেবে যা বলেছিলেন তা পুরো জুরি জানত এবং তাঁর সঙ্গে একমত। অন্যদিকে রিপোর্ট অনুযায়ী, সুদীপ্ত সেন জানিয়েছেন, ‘কেউ যদি জনসমক্ষে কোনও ছবিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন যা প্রত্যাশিত নয়, তাহলে সেটা তাঁর ব্যক্তিগত চিন্তাভাবনা। এর সঙ্গে জুরি বোর্ডের কোনও সম্পর্ক নেই’।
ল্যাপিড বলেছেন যে, তিনি কাশ্মীরি পণ্ডিতদের ট্র্যাজেডি অস্বীকার করছেন না। শুধুমাত্র ছবিটির ‘সিনেমাটিক ম্যানিপুলেশন’ সম্পর্কে মন্তব্য করেছেন। যা নিজেদের বিবৃতিতে হাইলাইট করেছেন তিন জন জুরি। ল্যাপিডের কথাকে সমর্থন জানিয়ে তাঁরা বলেছেন, চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে আমরা সকলেই ১৫তম চলচ্চিত্র ‘কাশ্মীর ফাইলস’ দেখে বিচলিত এবং হতবাক হয়ে গিয়েছিলাম। ছবিটি দেখার পর মনে হয়েছে এটি সত্যিই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। এটি আমাদের কাছে অশ্লীল প্রচারণার মত মনে হয়েছে। সিনেমাটি এমন একটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের শৈল্পিক প্রতিযোগিতামূলক বিভাগের জন্য অনুপযুক্ত। চলচ্চিত্র উৎসবকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানো একেবারেই ঠিক নয়। আমরা ল্যাপিডকে সমর্থন করছি। তাঁকে যেভাবে আক্রমণ করা হয়েছে তা অনুচিত’।
মার্চ মাসে ছবিটি মুক্তির পর বক্স অফিসে রেকর্ড তৈরি করেছে। ১৯৯০-এর দশকে সন্ত্রাসবাদের কারণে কাশ্মীর ছেড়ে যাঁদের চলে যেতে হয়েছিল, তাঁদের কাহিনীকে তুলে ধরা হয়েছে এই ছবিতে। উল্লেখ্য, ইফি’র শেষ দিনে এই সিনেমাকেই অশ্লীল আখ্যা দিয়েছেন ইজরায়েলি পরিচালক। তিনি বলেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিনেমাটি তৈরি করা হয়েছে। যার পর তাঁর দিকে তোপ দাগেন অভিনেতা অনুপম খের ও পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সকলেই তাঁকে আক্রমণ করেন। পরবর্তীতে তাঁকে ক্ষমা চাইতে হয়েছে নিজের মন্তব্যের জন্য। কিন্তু এবার তাঁর সমর্থনে রয়েছেন তিন জুরি সদস্য।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম